তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক লি শিং-China Radio International
লি শিং ছিলেন তাইওয়ান চলচ্চিত্রের অগ্রগামী ব্যক্তিত্ব। গত শতাব্দীর ষাটের দশকে তিনি সুস্থ এবং বাস্তবসম্মত চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেন। প্রায় ৩০ বছরে তিনি মোট ৫২টি চলচ্চিত্র তৈরি করেন। তিনি ‘Beautiful Duckling’, ‘Autumn Execution’ এবং ‘He Never Gives Up’ এ তিনটি চলচ্চিত্রের মাধ্যমে তিনবার গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন। তা ছাড়া, তার আরো ৭টি চলচ্চিত্র গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের সেরা ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করে। তাকে গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননার পুরস্কারেও ভূষিত করা হয়।
লি শিংয়ের ক্ল্যাসিকাল চলচ্চিত্রগুলো হলো- ‘The Story of A Small Town’ ও ‘China, my native land’ এবং ‘The silent wife’সহ চীনের আধুনিক লেখক ছিং ইয়াওয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্র।
তাইওয়ানের চলচ্চিত্র বিশেষজ্ঞ চিও সিয়োং পিং লি শিংয়ের মূল্যায়ন করে বলেন, তার শিল্পকর্ম তার নিজের মতোই, ঐতিহ্য ও নৈতিকতা সমুন্নত রেখেছে। তিনি পরিবারকে ভালোবাসেন এবং আবেগের প্রশংসা করেন। পরিবার হলো পরিচালক লি শিংয়ের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রীয় বিষয়। পারিবারিক নীতিশাস্ত্রের মতো যা মনোমুগ্ধকর তা হলো- তাইওয়ান ও চীনের প্রতি পরিচালক লি’র ভালোবাসা ও অনুভূতি। তিনি বলেন, ‘End of the Alley Way’ এবং ‘China, my native land’সহ বিভিন্ন শিল্পকর্মে গত শতাব্দীতে ৩০ বা ৪০ দশকে চীনের চলচ্চিত্রে ঐতিহ্যের চিহ্ন রয়েছে।
মুল ভূভাগে চীনা চলচ্চিত্রের শতবর্ষ স্মরণে আন্তর্জাতিক ফোরামে অংশ নেওয়ার সময় লি শিং বলেছিলেন যে, তিনি চীনা চলচ্চিত্র শিল্পের পদাঙ্ক অনুসরণ করে বড় হয়েছেন। ‘Song of The Fishermen’, ‘Angels on the Road’, ‘Crossroads’ এবং ‘Spring River Flows East’সহ অসংখ্য ক্ল্যাসিকাল চলচ্চিত্র, বিশেষ করে- সেগুলোতে তুলে ধরা প্রবীণ চলচ্চিত্র ব্যক্তিদের মানবিক যত্নের চেতনা ও গভীর মতাদর্শগত ধারণা চীনের পাঁচ হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য বহন করেছে এবং তার রচনার চিন্তাধারায় প্রভাব ফেলেছে।