বাংলা

তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক লি শিং-China Radio International

criPublished: 2021-09-15 16:13:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লি শিং, তাইওয়ানিজ চলচ্চিত্রের গ্র্যান্ড মাস্টার, তাইওয়ান প্রণালীর দু’পারের চলচ্চিত্র খাতের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং চীনা ভাষার চলচ্চিত্রের আজীবন স্বেচ্ছাসেবক। চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি তাইওয়ানের দু’তীরের বিনিময় কমিটির পরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯ অগাস্ট রাতে তিনি হৃদরোগ ও ফুসফুসের সমস্যা নিয়ে তাইপেই শহরে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর।

১৯৩০ সালে শাংহাই থেকে শুরু করে ২০২১ সালে তাইপেই শহর পর্যন্ত জনাব লি অসাধারণ জীবন কাটিয়েছেন। তিনি চলচ্চিত্রের মাধ্যমে নানা অনুভূতি বর্ণনা করেছেন এবং তাইওয়ান প্রণালীর দুই তীরের সংযোগ স্থাপন করেছেন।

তাইওয়ানিজ চলচ্চিত্র জগতে ‘He Never Gives Up’ নামের চলচ্চিত্রটি উল্লেখযোগ্য। সাধারণ দর্শকরা ছিন হান নামে একজন অভিনেতার সঙ্গে সুপরিচিত হন। তবে যারা এ চলচ্চিত্র পরিচালকের নাম জানেন, তাদের সংখ্যা খুব বেশি নয়। পরিচালক লি শিংয়ের মৃত্যুতে ছিন হান শোক প্রকাশ করে বলেন, আশা করি, আমাদের প্রিয় পরিচালক লি শিং স্বর্গের যে কোনো স্থানে চলচ্চিত্র তৈরি করবেন।

‘He Never Gives Up’ নামে চলচ্চিত্রটি হলো ১৯৭৮ সালে লি শিংয়ের পরিচালিত একটি চলচ্চিত্র। তখন তিনিই তাইওয়ানের চলচ্চিত্র মহলের নেতৃত্ব দিয়েছিলেন। লি শিং স্মৃতিচারণ করে বলেছিলেন, নিজের চলচ্চিত্র যাত্রার শুরু হয় স্কুল থেকে। এক সাক্ষাত্কারে লি শিং বলেছিলেন, সু চৌ শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পরিচালক ফেই মু’র চলচ্চিত্র ‘Spring in a Small Town’ দেখার পর তিনি নাটক ও চলচ্চিত্রে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন।

১৯৪৮ সালে লি শিং পরিবারের সদস্যদের সঙ্গে তাইওয়ানে চলে যান। তিনি ন্যাশনাল তাইওয়ান নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেসময় প্রায়শই স্কুল ড্রামা ক্লাবের পারফরম্যান্সে অংশগ্রহণ করতেন এবং পরিচালক হিসেবে কাজ করতেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn