বাংলা

তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক লি শিং-China Radio International

criPublished: 2021-09-15 16:13:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিও সিয়োং পিং বলেন, পরিচালক লি শিং মূল ভূখণ্ড থেকে চীনা ক্লাসিক চলচ্চিত্রের আখ্যান এবং নান্দনিক ঐতিহ্যকে তাইওয়ানে নিয়ে আসেন এবং তার অনন্য সিনেমার শিল্পশৈলীও ধাপে ধাপে ছড়িয়ে পড়ে।

বলা যায়, তাইওয়ানের চলচ্চিত্র মহলে লি শেং অনেক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণ দেন।

হাউ সিও-সিয়েন হচ্ছেন লি শিংয়ের পরিচালিত ‘he Heart with Million Knots’ নামে চলচ্চিত্রের উপ-পরিচালক। তিনি বলেন, পরিচালক লি তাইওয়ানে চলচ্চিত্র ব্যবস্থাপনা স্থাপন করেছেন এবং তরুণ পরিচালকদের জন্য বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

গত শতাব্দীর ৮০’র দশকের শেষ দিকে তাইওয়ান প্রণালীর দু’পারের সমন্বয় বৃদ্ধি পায়। এরপর লি শিংয়ের হাতে নতুন দায়িত্ব আসে। ১৯৯০ সালে চাইনিজ ফিল্ম অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তার নেতৃত্বে তাইওয়ানের চলচ্চিত্র মহলের ব্যক্তিরা গবেষণা অনুষ্ঠানে অংশ নিতে বেইজিংয়ে আসেন। তারপর তার নেতৃত্বে এক প্রতিনিধিদল দ্য গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডের কার্যক্রমে অংশ নেওয়ার জন্য মুল ভূভাগে আসেন। সেবার তাইওয়ানের চলচ্চিত্র মহল প্রথমবারের মতো মুল ভূভাগের চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়। ১৯৯৩ সালে তিনি দ্য গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডসের কার্য-নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকেন। তার চেষ্টায় গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিতে মুল ভূভাগের চলচ্চিত্র মহলের প্রতিনিধিদল তাইওয়ানে যায়।

বহু বছর ধরে দু’তীরের চলচ্চিত্রের বিনিময় বেগবান করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তিনি। তিনি বলেছিলেন যে, আমার গোটা জীবনে আমি দু’তীরের চলচ্চিত্র এবং চীনের চলচ্চিত্র খাতের উন্নয়নে অবদান রাখতে চাই। মুলভূভাগে বহুবার লি শিংয়ের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তিনি নিজের শিল্পকর্মের কপি অনেকবার চায়না ফিল্ম আর্কাইভে দান করেছেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn