হংকংয়ের অভিনেতা ইয়াম টাট ওয়াহ-China Radio International
বর্তমানে হংকংয়ে বিশ্বের বিভিন্ন স্থানের সুস্বাদু খাবার পাওয়া যায়। অতীতের সঙ্গে তুলনা করলে মাতৃভূমির প্রতি ইয়াম টাট ওয়াহ অনেক কৃতজ্ঞ বোধ করেন। তিনি বলেন, একজন চীনা হিসেবে আমি অনেক গর্বিত। আমাদের পিছনে শক্তিশালী মাতৃভূমির সমর্থন রয়েছে।
দেশের দ্রুত উন্নয়নে তিনি বেশ মুগ্ধ। পরিবহন খাতকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হংকংয়ের কেন্দ্র থেকে ইউয়েন লোং অঞ্চল পর্যন্ত গাড়ি চালাতে মোট ২০ মিনিট সময় লাগে, এখন শেনচেন থেকে কুয়াংচৌ পর্যন্ত দ্রুত গতির রেলগাড়িতে মাত্র ২০ মিনিটে যাতায়াত করা যায়।
তিনি মনে করেন, এখন জনগণ আগের চেয়ে বেশি সুখী হয়েছে। মহামারী প্রতিরোধ বা দারিদ্র্যবিমোচন, যাই হোক না কেন, দেশ জনগণের জন্য অনেক কাজ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিপিসি’র কেন্দ্রীয় কমিটি বরাবরই জনগণের সুখকে প্রথম স্থানে রেখেছে। এবারের মহামারী প্রতিরোধের ক্ষেত্রে সারা বিশ্বে চীন সবচেয়ে ভালো করেছে। ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে সাহায্য করলে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবিলা করলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করা যাবে বলে তিনি মনে করেন।
আগামী বছর হংকংয়ের মাতৃভূমির কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকী। এ সংক্রান্ত একটি মুভিতে অভিনয় করার প্রত্যাশা করছেন তিনি। আমি একজন ট্রাম চালকের চরিত্রে অভিনয় করতে চাই। ট্রাম চালিয়ে হংকংয়ের বিভিন্ন যুগ অতিক্রম করা এবং ট্রামে ঘটে যাওয়া নানা গল্প বলতে চাই। এসব গল্প ভালোবাসা, মৈত্রী এবং দেশ ও বাসস্থানের প্রতি গভীর অনুভূতি প্রকাশ করে। চলচ্চিত্রে পরিবর্তন ও পরিশ্রমের গল্প ফুটে ওঠে।