বাংলা

হংকংয়ের অভিনেতা ইয়াম টাট ওয়াহ-China Radio International

criPublished: 2021-08-19 10:22:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকীতে ‘Beginning Of The Great Revival’ নামের এক চলচ্চিত্রে তিনি বিখ্যাত শিল্পপতি চাং চিয়েনের চরিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে তিনি এই চলচ্চিত্রে প্রথম আবির্ভূত হন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপনের সময় প্রদর্শিত ‘My People,My Country’ নামের চলচ্চিত্রে তিনি একজন ঘড়ি মেরামতকারীর চরিত্রে অভিনয় করেন। ম্যাকাওয়ের মাতৃভূমির কোলে ফিরে আসার ২০তম বার্ষিকীতে প্রদর্শিত টিভি নাটক ‘ম্যাকাও পরিবারে’ তিনি শত বছরের ইতিহাসসম্পন্ন কেকের দোকানের মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি নিজের সরল ও আন্তরিক অভিনয়ের মাধ্যমে চায়না টিভি গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ড (China TV Golden Eagle Award) লাভ করেন।

এত বেশি মূল ধারার চলচ্চিত্র বা টিভি নাটকে অভিনয় করা ব্যক্তিটি হলেন হংকংয়ের একজন অভিনেতা। বিনোদন-জগতে প্রবেশের ৪০ বছরে অভিনয় দক্ষতা ও চারিত্রিক মাধুর্য দিয়ে জনগণের প্রশংসাও অর্জন করেছেন। তিনি হলেন হংকংয়ের অভিনেতা ইয়াম টাট ওয়াহ।

চলতি বছর হলো চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি প্রতিষ্ঠার শততম বার্ষিকী। ইয়াম টাট ওয়াহ বলেন, গত শতাব্দীর বিশের দশকে সিপিসি প্রতিষ্ঠার ইতিহাসের অভিজ্ঞতা তিনি লাভ করেন নি। তবে, অভিনয়ের মাধ্যমে ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেরে তিনি গৌরব বোধ করেন। বর্তমানে মহামারী প্রতিরোধ বা দারিদ্র্যবিমোচন, যাই হোক, চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর কারণ হলো- সিপিসি বরাবরই জনগণের সুখ-শান্তিকে প্রথম স্থানে রেখেছেন।

জাতীয় সংগীতের শব্দের সঙ্গে সঙ্গে ভবনের উপরে রেডিও’র অনুষ্ঠান শোনা এক ব্যক্তি দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে জল ভরা চোখে আকাশের দিকে তাকাচ্ছেন। মাতৃভূমির কোলে হংকংয়ের ফিরে আসার বার্ষিকী উদযাপন করা হচ্ছে। অন্ধকার আকাশে আতশবাজি আলো ছড়াচ্ছে। এটা হলো ‘My People,My Country’ চলচ্চিত্রের একটি দৃশ্য। এখানে ইয়াম টাট ওয়াহের অভিনীত ঘড়ি মেরামতকারীর চরিত্রে একটি কথাও নেই। তবে, এই দৃশ্য দেখতে দারুণ আকর্ষণীয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn