বাংলা

হংকংয়ের অভিনেতা ইয়াম টাট ওয়াহ-China Radio International

criPublished: 2021-08-19 10:22:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাস্তব জীবনে মাতৃভূমির কোলে হংকংয়ের ফিরে আসার সেই ঐতিহাসিক মুহূর্ত নিঃসন্দেহে তার মনে গভীর দাগ কেটেছিল।

১৯৯৭ সালের ৩০ জুন রাতে তিনি বাসায় টিভিতে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান দেখেছিলেন। পহেলা জুলাই রাত ১২টায় জাতীয় সংগীত বাজার সঙ্গে সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় পতাকা এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা আস্তে আস্তে উত্তোলন করা হচ্ছিল। সেই বছরের দৃশ্যের কথা মনে করে ইয়াম টাট ওয়াহ আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘তখন বাইরে বৃষ্টি পড়ছিল। আমার চোখও ভিজে উঠছিল। আমরা অবশেষে নিজেদের পরিচয় জানতে পেরেছি। আমি চীনা।’

‘ম্যাকাও পরিবার’ নামের টিভি নাটকে ইয়াম টাট ওয়াহ শত বছরের ঐতিহ্যবাহী কেকের দোকানের উত্তরাধিকারী লিয়াং তিং ওয়েনের চরিত্রে অভিনয় করেন। দাঙ্গাহাঙ্গামার মধ্যে তিনি গোটা পরিবারকে শক্ত করে ধরে রেখেছিলেন এবং অবশেষে উন্নয়নের সুযোগ ও আশা সামনে আসে। লিয়াং তিং ওয়েনের শক্ত হয়ে টিকে থাকা হলো ম্যাকাওবাসীর ক্ষুদ্র চিত্র। বিশ্বাস নিয়ে মাতৃভূমির পাশে দাঁড়ানো একদল সাধারণ ম্যাকাওবাসীর কারণে উন্নত ও সমৃদ্ধ ম্যাকাওয়ের জন্ম হয়েছিল।

‘ক্রেডিট, মন ও আত্মবিশ্বাসের অধিকার করা’ হলো লিয়াং তিং ওয়েনের পারিবারিক নীতিবাক্য। এতে ইয়াম টাট ওয়াহও একমত ছিলেন। তিনি বলেন, হংকং ম্যাকাওয়ের মতো, আগের যুগ থেকে ধীরে ধীরে নতুন যুগে প্রবেশ করেছে। মাতৃভূমির ওপর নির্ভর করলেই হংকংয়ের উন্নতি ও অগ্রগতি বাস্তবায়ন করা সম্ভব হবে।

‘Beginning Of The Great Revival’ নামের চলচ্চিত্রে তিনি বিখ্যাত শিল্পপতি চাং চিয়েনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি আগে এ ধরনের চরিত্রে অভিনয় করেন নি। অভিনয়ের অংশ বেশি না হলেও সিপিসি প্রতিষ্ঠা-সংক্রান্ত একটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে সংশ্লিষ্ট ইতিহাস শোনা ছাড়াও, তিনি নিজ উদ্যোগে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এবং চরিত্র ও ইতিহাসের প্রেক্ষাপট জেনে নিয়েছেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn