বাংলা

চলচ্চিত্রে সিপিসি’র ইতিহাস-China Radio International

criPublished: 2021-07-01 15:32:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারের ক্ষেত্রে ‘Blood Is Always Hot’ নামে মুভিতে একটি প্রিন্টিং এবং ডাইং কারখানার প্রধানের নেতৃত্বে শিল্পপ্রতিষ্ঠানে সংস্কার এগিয়ে নেওয়ার কাহিনী প্রকাশিত হয়। এতে একদিক থেকে সিপিসি’র নেতৃত্বে নতুন সময় রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের প্রক্রিয়া তুলে ধরা হয়।

‘ঘণ্টার শব্দ’ নামে আরেকটি মুভিতে মোটর কারখানার সিপিসি’র কমিটির সম্পাদক চিও কুয়াং পু হচ্ছেন রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে সংস্কারকারীর আরেকটি ক্ল্যাসিকাল ভাবমূর্তি।

সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের নতুন যুগ শুরু হয়। নতুন যুগের চিন্তাধারা তুলে ধরা অনেক গল্প বড় পর্দায় প্রদর্শিত হয়। দারিদ্র্যবিমোচন ও দারিদ্র্যমুক্ত হলো এসব চলচ্চিত্রের প্রধান বিষয়।

সাম্প্রতিক বছরগুলোতে বাহিনী শক্তিশালী করে তোলা, সংস্কার এবং দুর্নীতিদমনসহ বিভিন্ন বিষয়ের চলচ্চিত্র দর্শকদের চোখের সামনে এসেছে। এসব চলচ্চিত্রে আমরা নতুন যুগে সিপিসি’র সদস্যদের স্বপ্ন, বিশ্বাস, ইচ্ছাশক্তি ও চরিত্র দেখেছি, আমরা দেখেছি অপরাজেয় চীনা শক্তি এবং চীনা জাতির মহান পুনরুত্থানের উজ্জ্বল ভবিষ্যত। লিলি/তৌহিদ/শুয়ে

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn