বাংলা

চলচ্চিত্রে সিপিসি’র ইতিহাস-China Radio International

criPublished: 2021-07-01 15:32:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চিও ইউ লু’ নামে মুভিতে প্রধান চরিত্র চিও ইউ লু লান খাও জেলার চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সম্পাদক ছিলেন। তিনি পরিশ্রম ও উষ্ণতা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে যান। ‘নিউ ইউ রু’ নামে মুভিতে প্রধান চরিত্র নিউ ইউ রু ছিলেন ইনারমঙ্গোলিয়ায় চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সম্পাদক। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনারমঙ্গোলিয়ার অর্থনৈতিক উন্নয়নে পরিশ্রম করেছেন। ‘রেন ছাং সিয়া’ নামে মুভিতে প্রধান চরিত্র রেন ছাং সিয়া ছিলেন তোংফোং শহরের গণনিরাপত্তা ব্যুরোর প্রধান। অপরাধ প্রতিরোধের লড়াইয়ে তিনি প্রাণ হারান।

তারা হচ্ছেন লাখ লাখ সমাজতান্ত্রিক নির্মাতাদের প্রতিনিধিত্বকারী মানুষ। তারা নিজ নিজ বাস্তব আচরণের মাধ্যমে সিপিসি’র ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন। সিপিসি’র এসব শ্রেষ্ঠ সদস্যদের নেতৃত্বে চীনা জনগণের উঠে দাঁড়ানো থেকে ধনী হওয়ার ঐতিহাসিক উল্লম্ফন বাস্তবায়িত হয়েছে।

সংস্কার ও উন্মুক্তকরণের নীতি জারি করা এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন করা হলো সিপিসি’র শত বছরের ইতিহাসের তৃতীয় অংশ।

সংস্কার ও উন্মুক্তকরণ না থাকলে শক্তিশালী আধুনিক চীন থাকতো না। সংস্কারের মহান শিল্প আবার তুলে ধরা এবং সংস্কারের অগ্রগামীদের প্রশংসা করা হলো এই সময় চীনা চলচ্চিত্রের আরেকটি প্রধান সুর।

চীনের সংস্কার চীনের গ্রামাঞ্চল থেকে শুরু হয়, তাই গ্রামাঞ্চলে সংস্কারের গল্প চলচ্চিত্রের অপরিহার্য বিষয়। ১৯৮৩ সালে ‘Our niubaisui’ নামে মুভিতে গ্রামাঞ্চলে লিউ বাইসুই নামে সিপিসি’র এক সদস্যের নেতৃত্বে গ্রামবাসীরা পরিশ্রমের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হওয়া এবং ধনী হওয়ার গল্প বলা হয়। ‘Our Veterans’ নামে চলচ্চিত্রে ফাং আ হু নামে জনৈক অবসরপ্রাপ্ত সৈনিকের জন্মস্থানে ফিরে যাওয়ার পর নানা প্রতিবন্ধকতা দূর করে নানা চাপ অতিক্রম করে গ্রামীণ শিল্পপ্রতিষ্ঠান সৃষ্টি করার মধ্যমে গ্রামবাসীদের নিয়ে ধনী হওয়ার পথচলার কাহিনী তুলে ধরা হয়। এ দু’টি চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে নিউ বাই সুই এবং ফাং আর হু গ্রামাঞ্চলে সংস্কারের নেতৃস্থায়ী বা অগ্রগামী ব্যক্তির ভাবমূর্তি তুলে ধরে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn