চলচ্চিত্রে সিপিসি’র ইতিহাস-China Radio International
আজ পহেলা জুলাই হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র শততম জন্মবার্ষিকী। শত বছরে সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ বিপ্লব, নির্মাণ এবং সংস্কার ও উন্মুক্তকরণের মহান অনুশীলন চালিয়েছে। ফলে চীনা জনগণের মাথা তুলে দাঁড়ানো, ধনী হওয়া এবং শক্তিশালী হওয়ার ঐতিহাসিক উল্লম্ফন বাস্তবায়িত হয়েছে। এসব গৌরবময় সাফল্য চীনা চলচ্চিত্র জগতে অসীম অনুপ্রেরণা জুগিয়েছে।
সিপিসি’র শত বছরের ইতিহাসে যে প্রাথমিক দায়িত্ব ছিল, তা হলো শুরুর উদ্দেশ্য ভুলে না গিয়ে চীনের বিপ্লবে নেতৃত্ব দেওয়া এবং চীনা জাতিকে মাথা তুলে দাঁড় করানো। চীনা চলচ্চিত্রের মাধ্যমে সিপিসি’র ইতিহাসের গল্প তুলে ধরা হয়েছে। এর উল্লেখযোগ্য বিষয় হলো বিপ্লবের ইতিহাস-সংক্রান্ত ব্যাপক মনোমুগ্ধকর গল্প। সিপিসি’র নেতৃত্বে কঠোর চীনা বিপ্লব যেন মহান কবিতার মতো। চীনা বিপ্লবের প্রক্রিয়ায় দেখা যায়, অসংখ্য বীর সিপিসি’র ইতিহাস আলোকিত করেছে, তাদের গল্প গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শুরুর দিকে চলচ্চিত্রের ধরণ তৈরি করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র ব্যক্তিদের মানসিক অবস্থা সৃষ্টি করেছে।
সংস্কার ও উন্মুক্তকরণের পর থেকে বিপ্লবের গল্প নিয়ে চীনা চলচ্চিত্র তৈরির নতুন রূপরেখা তৈরি হয়েছে। এসব চীনা চলচ্চিত্রে সাধারণ বিপ্লবীদের ওপর ফোকাস করা হয়। এক্ষেত্রে ‘চাং সি দে’ নামে চলচ্চিত্র একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। চলচ্চিত্রে চাং সি দেকে একজন বীর হিসেবে উপস্থাপন করা হয়। পাশাপাশি সাধারণ একজন মানুষ হিসেবে তার আনন্দ, ক্রোধ, বেদনা ও দুঃখ বর্ণনা করা হয়।
দ্বিতীয়ত সে সময় সিপিসি’র নেতৃবৃন্দের ভাবমূর্তি বিপ্লবের ইতিহাস সংক্রান্ত চীনা চলচ্চিত্রের প্রধান চরিত্র হয়ে ওঠে। ‘The Birth of New China’, ‘Chongqing Negotiations’, ‘ On the Mountain of Tai Hang’ এবং ‘The Hundred Regiments Offensive’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র চীনা বিপ্লবের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রতীকসম্পন্ন ঘটনাকে প্রেক্ষাপট হিসেবে নির্মাণ করা হয়। এতে মা চে তোং, চৌ এন লাই, লিউ শাও চি, চু দে, তেং সিও পিং, পোং দে হুয়ে ও লিউ বো ছেংসহ সিপিসি’র নেতৃবৃন্দ ও সিনিয়র জেনারেলদের উজ্জ্বল ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, ফলে সিপিসি’র ইতিহাস তুলে ধরে চীনা চলচ্চিত্রের শূন্যতা পূরণ হয়েছে।