বাংলা

মুভি ‘ইউয়ান লোং পি’-China Radio International

criPublished: 2021-05-27 13:49:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে ১৩তম চীনের হুয়াবিও ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতার খেতাব পেয়েছেন।

আসলে ২০০৮ সালে মুভিটি শুটিং করার সময় তিনিই প্রধান অভিনেতার একমাত্র প্রার্থী ছিলেন না। শুটিং দল আগে অন্য এক বিখ্যাত অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তার দাবি করা সম্মানীর পরিমাণ ছিল অনেক বেশি। তাই শুটিং দল মুভিতে অভিনয়ের জন্য কুও চিং লিকে আমন্ত্রণ জানায়। কুও জানিয়ে দেন, তিনি এই চরিত্রে অভিনয় করতে চান। কারণ ইউয়ান লোং পিং খুব সম্মানজনক একজন বিজ্ঞানী।

তিনি বলেন, আগে তিনি জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার একটি রিপোর্ট দেখেছিলেন। বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মানুষ ক্ষুধার কারণে মারা যায়! ১৯৭৪ সালে রোমে বিশ্বের প্রথম খাদ্য সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেই সময় খুব হাস্যকর একটি ভবিষ্যদ্বাণী করা হয়। বলা হয়- বিপুল লোকসংখ্যা এবং কম ভূমির কারণে চীন ১০০ কোটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে না। তবে ইউয়ান লোং পিং হাস্যকর সেই ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করেছেন।

জীবনের শেষ আছে, তবে বিজ্ঞানের শেষ নেই। ইউয়ান লোং পিংয়ের উত্সাহে প্রজন্মের পর প্রজন্মের বিজ্ঞানীরা অব্যাহতভাবে সামনে এগিয়ে যাচ্ছেন।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn