পারিবারিক বন্ধনবিষয়ক চলচ্চিত্রের ভবিষ্যত-China Radio International
চলচ্চিত্রের আরেকটি সামাজিক টপিক হলো সমাজের গভীরে বিস্তৃত পিতৃতান্ত্রিক চিন্তাধারা। পিতৃতান্ত্রিক ব্যবস্থায় ছেলের বড় হওয়াকে মেয়ের সুখের উপরে গুরুত্ব দেওয়া হয়। বড় বোন হিসেবে আন রানের ক্রোধ এবং তার প্রতিরোধ থেকে প্রমাণিত হয় যে, ঐতিহ্যগত ভাবেই পুরুষের গুরুত্ব নারীর চেয়ে বেশি। এই চিন্তাধারা এবং আধুনিক চীনা সমাজের মধ্যে সংঘর্ষ ঘটে।
‘sister’ চলচ্চিত্রে পরিচালক বড় বোনের সিদ্ধান্ত বাছাইয়ের কথা সরাসরি বলেন নি। তিনি এই প্রশ্ন দর্শকদের জন্য রেখে দিয়েছেন। যদি আপনি বড় বোন হতেন, তাহলে আপনি কী করতেন? বিভিন্ন বাছাইয়ের পিছনে প্রত্যেক মানুষের অভিজ্ঞতা ও মূল্যবোধ জড়িত। আমাদের বাছাই করার শক্তি নৈতিক প্রয়োজনীয়তা পূরণ করা নয়, ভালোবাসার সঙ্গে সমঝোতা ও তাকে সম্মান করা।