পারিবারিক বন্ধনবিষয়ক চলচ্চিত্রের ভবিষ্যত-China Radio International
২০১৭ সালে চীনের মুলভূভাগে প্রদর্শিত ‘দঙ্গল’ নামে ভারতীয় চলচ্চিত্রটি পারিবারিক চলচ্চিত্র। পিতা ও কন্যার সম্পর্ক তুলে ধরা এ চলচ্চিত্রটি সাম্প্রতিক বছরগুলোতে খুব বিরল একটি ক্রীড়া চলচ্চিত্রও বটে।
চীনে পিতা ও ছেলে এবং মা ও মেয়ে সংক্রান্ত বিষয়ে খুব সফল দৃষ্টান্ত রয়েছে। ভাই বোনের গল্পও শেষ হয়নি। বিশেষ করে চীনে ‘দ্বিতীয় সন্তান’ নীতি চালু হওয়ার পর আরো বেশি পরিবার দু’টি সন্তান পালনের সমস্যার সম্মুখীন হবে। এ থেকে আরো অনেক গল্প সৃষ্টি হবে।
এখন সবাই মিলে ‘sister’ চলচ্চিত্রের ওপর দৃষ্টি দেবো।
চলচ্চিত্রে গল্পটি এমন। এক সড়ক দুর্ঘটনায় হঠাত্ করে বাবা মাকে হারান বড় বোন আন রান এবং ছোট ভাই।
আগে বাবা মা একজন ছেলে সন্তানকে পাওয়ার ইচ্ছায় বড় বোনের পঙ্গু হওয়ার মিথ্যা কথা বলেছিলেন। কারণ, গত শতাব্দীর ৮০’দশকে চীনের পরিবার নীতি জারি করা সময় যদি এক পরিবারের একমাত্র সন্তান প্রতিবন্ধী হতো, তাহলে দ্বিতীয় সন্তানের অনুমতি পাওয়া যেতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় বাবা মা বড় বোনের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জন্মস্থানের একটি বিশ্ববিদ্যালয়ের নাম লিখেন। কারণ তাদের মতামত ছিল, মেয়েদের দূরদূরান্তের শহরে যাওয়া উচিত্ নয়।
তাই স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় পাশ করে বেইজিংয়ে চলে যাওয়া হলো বড় বোনের বড় স্বপ্ন। তবে দুর্ভাগ্যক্রমে বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তাকে মাত্র ৬ বছর বয়সী ছোট ভাইকে দেখাশোনার দায়িত্ব নিতে হয়। এবার বড় বোন কোন পথ বাছাই করবে?
বিদেশি গণমাধ্যম এ চলচ্চিত্রটির মূল্যায়ন করেছে। এতে বলা হয়, ‘sister’ চলচ্চিত্রটিতে চীনের ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এ চলচ্চিত্রটিতে ইন্টারনেটে ব্যক্তিগত মূল্যবোধ এবং ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
‘sister’ চলচ্চিত্রে চীনের ঐতিহ্যবাহী পারিবারিক কাঠামোতে নারীদের সম্মুখীন নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। তারা বাবা, মা, সন্তান, ভাই বোন এবং স্বামীর জন্য ত্যাগ স্বীকার করেন। এ চলচ্চিত্রটি চীনের ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়। ঐতিহ্যবাহী পারিবারিক ধারণা অনুযায়ী বড় বোন হিসেবে অবশ্যই ছোট ভাইকে গুরুত্ব দিতে হবে। তাই তার ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া দ্বিতীয় স্থানে রাখতে বাধ্য হয় সে। তবে বড় বোন আধুনিক চীনের তরুণী। নারীদের আরো বেশি অধিকার সম্পর্কে সে সচেতন ও স্বাধীন। সে কেন নিজের ব্যক্তিগত জীবন ছেড়ে নিজের ছোট ভাইকে লালন-পালন করবে?