পারিবারিক বন্ধনবিষয়ক চলচ্চিত্রের ভবিষ্যত-China Radio International
চীনা মানুষের মনে পিতা, মাতা ও ভাই বোন নিয়ে গঠিত পারিবারিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চীনের নতুন সাংস্কৃতিক আন্দোলনের প্রক্রিয়ায় পারিবারিক সম্পর্ক ও মমতার বন্ধনের উপাদানকে ফোকাস করে তৈরি সাহিত্যিক শিল্পকর্ম গোটা সমাজে গুরুত্ব পায়। সেই পরিবর্তনশীল যুগে চীনের পারিবারিক সম্পর্কের বিশাল পরিবর্তনও এসব সাহিত্য ও শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।
স্বীকার করতেই হবে যে, চলতি বছর সুর ও সংগীতভিত্তিক চলচ্চিত্র নিঃসন্দেহে চীনের চলচ্চিত্র বাজার দখল করে রয়েছে। তবে আরো বেশি দর্শক নিজেদের দৃষ্টি আরো ছোট করে ও আরো সাধারণ পরিবারের দিকে নিবদ্ধ রেখেছেন। দর্শকদের নান্দনিকতার বৈচিত্র্য বর্তমানে নারীবিষয়ক চলচ্চিত্র তৈরিতে উত্সাহ দিয়েছে। ফলে মমতার বন্ধনবিষয়ক চলচ্চিত্রগুলো গোটা বাজারে স্থান করে নিয়েছে।
‘Wolf Warriors’ এবং ‘OPERATION RED SEA’ সত্যিকারার্থে মুল ধারার চলচ্চিত্র। তবে এতে প্রায় একই রকম থিম ফুটিয়ে তোলা হয় যে, বর্তমানে বা ভবিষ্যতে চীন যত উন্মুক্তই হোক না কেন, চীনা জনগণ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চীনের বাইরে চলে গেলেও, অবশেষে সবার বাসায় ফিরে আসা এবং আত্মীয়স্বজনের কাছে আসা হলো সবচে গুরুত্বপূর্ণ।
‘My People,My Country’ এবং ‘My People My Homeland’ নামে চলচ্চিত্র নিয়ে কথা বলি। এ দুটি চলচ্চিত্র মাতৃভূমির গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেছে। তবে অবশেষে তা চলচ্চিত্রের পরিবারে ফিরে আসে। এ দু’টি চলচ্চিত্রে তুলে ধরা অধিকাংশ কাহিনীর দ্বন্দ্ব ও ঘটনা পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করে এগিয়ে যায়। শক্তিশালী কম্পিউটার প্রযুক্তি ও চলচ্চিত্র শিল্পের ব্যবস্থার মাধ্যমে এসব মুল সুরের চলচ্চিত্র নির্মাণ করা যায়। অন্যদিকে খাঁটি পারিবারিক বন্ধনের উপাদান ও সামাজিক চলচ্চিত্রগুলোতে শিল্পায়নের নির্ভরশীলতা কম। এসব চলচ্চিত্রে আরো প্রত্যক্ষভাবে মমতার বন্ধনের উপাদান প্রকাশ করে এবং এতে সৃষ্টির আবেদনও একই রকম।