বাংলা

পারিবারিক বন্ধনবিষয়ক চলচ্চিত্রের ভবিষ্যত-China Radio International

criPublished: 2021-05-06 15:24:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি‘Sister’নামে একটি চলচ্চিত্র ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়েছে। আসলে এ চলচ্চিত্রের ট্রেইলার বের হওয়ার পর নেট ব্যবহারকারীদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।

গত মাসের সমাধি পরিষ্করণ দিবসের ছুটির প্রথম দিনে‘Sister’ চলচ্চিত্র প্রদর্শনের পর এর বক্সঅফিসের আয় ১০ কোটি ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায়। পারিবারিক স্নেহ বন্ধনের উপর ভিত্তি করে তৈরি এ চলচ্চিত্রটি সমাধি পরিষ্করণ দিবসের ছুটির সময় দৈনিক দেখার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। ‘hi, mom’ চলচ্চিত্রের পর এবার ‘Sister’নামে চলচ্চিত্রটি আবার পারিবারিক বন্ধনের দৃষ্টান্ত দিয়ে সফল হয়েছে।

চীন একটি স্নেহশীল সমাজ। বেশিরভাগ সময় পারিবারিক মমতার বন্ধনকে গুরুত্ব দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখা হয়। প্রেম ও মৈত্রীর তুলনায় মমতার বন্ধন একটু অন্য রকম। কারণ কেউ তা এড়াতে পারে না এবং সব মানুষকেই তা মেনে চলতে হয়। মমতার বন্ধন বরাবরই চীনের নানা রকমের সাংস্কৃতিক শিল্পকর্মে বিদ্যমান থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে মুলভূভাগের চলচ্চিত্র বাজারের প্রাণবন্ত উন্নয়নের ফলে নানা বিষয়ের চলচ্চিত্রের মধ্যে বক্সঅফিসের আয় যথেষ্ট ভালো হয়েছে। তবে অধিকাংশ চলচ্চিত্রে মমতার বন্ধনের উপাদান বাদ দেওয়া যায় না। চলচ্চিত্রের প্রধান বিষয় আলাদা হওয়ায় প্রত্যেক চলচ্চিত্রে মমতার বন্ধন-সংক্রান্ত বিষয়ের অনুপাত কম বা বেশি হয়।

বসন্ত উত্সবের ছুটিতে এবং ছিং মিং ফেস্টিভালের ছুটিতে ‘hi, mom’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। আগামী মাসে বাবা দিবসে ‘On Your Mark’ নামে বাবা ও পুত্রের সম্পর্ক বর্ণনা করা আরেকটি চলচ্চিত্রও প্রদর্শিত হবে। দেখা যায়, চীনে পারিবারিক ও সামাজিক চলচ্চিত্রের ঢেউ শুরু হয়েছে। তাহলে এ ধরনের চলচ্চিত্রগুলো কি ভবিষ্যতে দর্শকদের মধ্যে সমাদৃত হবে?

বলা যায়, ১৯৯০ সালে চীনের মুলভূভাগে প্রদর্শিত ‘My Beloved’ নামে চীনের তাইওয়ানের একটি চলচ্চিত্র সংস্কার ও উন্মুক্তকরণের পর দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। পারিবারিক বন্ধনবিষয়ক এ চলচ্চিত্র দেখার আগেই দর্শকেরা বুঝতে পারেন যে, মায়ের ভালবাসা তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। বর্তমান দৃষ্টিভঙ্গির আলোকে চলচ্চিত্রটি দেখলে মনে হয়- এ চলচ্চিত্রের কাহিনী আসলেই শিশুসুলভ ও হাস্যকর। চলচ্চিত্রের থিম সং ‘এই বিশ্বে মা’র ভালোবাসা দারুণ’ শিরোনামে গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn