বাংলা

আগামী পাঁচ বছরে চীনের চলচ্চিত্রের প্রবণতা-China Radio International

criPublished: 2021-04-29 15:53:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘হাই, মাম’ নামক চলচ্চিত্রের পরিচালক চিয়া লিং একজন কমেডিয়ান। তিনি এই চলচ্চিত্রের মাধ্যমে সারা বিশ্বের বক্সঅফিসে সবচে বেশি আয় করেছেন। এই ফল আগামী কয়েক বছরে চীনের চলচ্চিত্র বাজারের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। পেশাগত পরিচালকের উদ্যোগে একটি চলচ্চিত্র পরিচালনা করা আর তেমন গুরুত্বপূর্ণ নয়, সবচে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচালিত চলচ্চিত্র আকর্ষণীয় কিনা। হান হান নামে একজন লেখক পরিচালক চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা ছাড়া, কমেডিয়ান হিসেবে হুয়াং বো ও সু চেংয়ের সফল অভিজ্ঞতা আছে। পেশাগত দিক থেকে বলা যায়, পেশাগত পরিচালকের তুলনায় এসব অপেশাদার পরিচালকের চলচ্চিত্রে কিছু পার্থক্য রয়েছে। তবে দর্শকরা যে কোনো ভালো চলচ্চিত্রের প্রতিই সমর্থন জানিয়ে থাকেন।

২০২৬ সালে ‘চীনের চলচ্চিত্র শিল্প বেগবান আইন’ জারির দশম বার্ষিকী। চীনা চলচ্চিত্রের শ্রেণিবিন্যাস নিয়ে টানা ৩০ বছর ধরে আলোচনা চলেছে। তবে এর অগ্রগতি খুব একটা সুস্পষ্ট নয়। চলচ্চিত্রের পাশাপাশি খেলাধুলা, প্রকাশনা খাত, রেডিও, টিভি ও মঞ্চ পরিবেশনাতেও শ্রেণীবিন্যাস প্রয়োজন। আগামী পাঁচ বছরে শ্রেণীবিন্যাস সিস্টেমও বের হবে বলে আশা করা যাচ্ছে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn