আগামী পাঁচ বছরে চীনের চলচ্চিত্রের প্রবণতা-China Radio International
চলতি বছর হলো চীনের চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার প্রথম বছর। চীনের চলচ্চিত্র অঙ্গন এ বছরের বসন্তকালে সার্বিকভাবে পুনরুদ্ধার হয়েছে ও সামনের দিকে অগ্রসর হচ্ছে।
বিগত ১০ বছরে চলচ্চিত্র খাতে চীনের অগ্রগতি হলো চীনের মুলভূভাগের উল্লেখযোগ্য একটি খাত।
তবে অন্যান্য খাতের তুলনায় চীনের চলচ্চিত্র খাতের ভিত্তি সবেমাত্র প্রস্তুত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রাথমিক পর্যায়ের রয়ে গেছে। আমাদের আরো অনেক কাজ করার আছে। আগামী ৫ বছরে দেশের জাতীয় অর্থনীতি এবং চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার সমন্বয়ে আরো অনেক কাজ করতে হবে। বর্তমানে সাংস্কৃতিক ক্ষেত্রে চলচ্চিত্রের মর্যাদা ও প্রভাব জোরদার হচ্ছে। চলচ্চিত্র খাতে আরো পুঁজি ও দৃষ্টি দেওয়া হচ্ছে। চলচ্চিত্র চীনা সংস্কৃতির আরেকটি নেমকার্ড হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী ৫ বছরে চীনা চলচ্চিত্রের উন্নয়নের প্রবণতা কেমন হবে? চলুন, অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করি।
আগামী ৫ বছরে চীনে স্ক্রিনের সংখ্যা হবে এক লাখ এবং প্রেক্ষাগৃহের সংখ্যাও ১৬ হাজার ছাড়িয়ে যাবে।
২০১৬ সালে চীনের মুলভূভাগে স্ক্রিনের সংখ্যা ছিল মাত্র ৪৩,৬১৯টি। পাশাপাশি প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল মাত্র ৭৯২৫টি। গত বছরের শেষ দিকে মহামারীসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সত্ত্বেও মুলভূভাগে স্ক্রিনের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে যায় এবং প্রেক্ষাগৃহের সংখ্যাও ১৩,৩৬২টিতে উন্নীত হয়। প্রবৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে আগামী ৫ বছরে মুলভূভাগে স্ক্রিনের সংখ্যা এবং প্রেক্ষাগৃহ নবায়নের গতি স্থির থাকবে না বলে ধারণা করা হচ্ছে। দশ বছরের মধ্যে এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটি ব্যবস্থা গড়ে উঠেছে। তবে, এই ব্যবস্থা একটি উঁচু মানের শিল্প; যা প্রাণবন্তভাবে উন্নত হচ্ছে। ফিল্ম ইনভেস্টমেন্ট সংস্থা ও কিছু ব্যক্তিগত পুঁজি বিনিয়োগকারীদের জন্য আগের কয়েক বছরের তুলনায় বিনিয়োগের ঝুঁকি বেড়ে যাবে। তবে, অন্য শিল্পের তুলনায় প্রেক্ষাগৃহের ঝুঁকি খুব বেশি নয়, খুব কমও নয়। আগামী পাঁচ বছরে প্রেক্ষাগৃহ খাতে বিনিয়োগ এবং রিটার্নের ভারসাম্য একটি বাস্তবসম্মত অবস্থায় ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।