আগামী পাঁচ বছরে চীনের চলচ্চিত্রের প্রবণতা-China Radio International
২০১৩ সালে চীনের মুলভূভাগে চেইন থিয়েটারের সংখ্যা ছিল ৩৭টি এবং মাত্র ১০ বছরের মধ্যে এই সংখ্যা ৫০টিতে উন্নীত হয়। তবে, লাইসেন্স পাওয়ার শর্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে মুলভূভাগে চেইন থিয়েটারের সংখ্যা বৃদ্ধির গতি কমেছে।
বর্তমানে মুলভূভাগের প্রায় ৫০টি থিয়েটার চেইনের মধ্যে ওয়ানতা ও তাতি-সহ অন্য থিয়েটার চেইনের অনুপাত কিছুটা কম। বলা যায়, ১০টিরও বেশি বড় থিয়েটার চেইন বাজারের অর্ধেকেরও বেশি ভাগ দখল করে রেখেছে। বাকী ছোট চেইন থিয়েটারগুলো বিব্রতকর অবস্থায় পড়ে আছে। বাজার সুশৃঙ্খল করে তোলা এবং গোটা শিল্পের চাহিদা পূরণ করার পাশাপাশি আগামী পাঁচ বছরে চেইন থিয়েটারের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। কিছু আংশিক থিয়েটার চেইন চিরদিনের মতো বাজার থেকে বিলুপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের বসন্ত উত্সবের সময় ফিল্মের টিকিটের দাম বাড়ানোর ব্যাপারটি হট টপিকে পরিণত হয়। তবে বসন্ত উত্সবের ছুটি শেষ হওয়ার ফলে ফিল্মের টিকিটের দাম কমতে থাকে।
সদ্যসমাপ্ত সমাধি পরিষ্করণ দিবসের তিন দিনের ছুটিতে চলচ্চিত্রের টিকিটের দাম বসন্ত উত্সবের তুলনায় অনেকটা কমে যায়। যদি মুলভূভাগের বাজার আগামী ৫ বছরের মধ্যে স্থিতিশীল হয়, তাহলে বসন্ত উত্সব ও জাতীয় দিবস- এ দুটি গুরুত্বপূর্ণ ছুটির সময় বক্সঅফিসের চাপও কমে যেতো।
বসন্ত উত্সব ও জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ ছুটির সময় এবং সবার প্রত্যাশিত চলচ্চিত্র প্রদর্শনের সময় মুভি টিকিটের দাম বৃদ্ধির যে প্রবণতা দেখা দেয়, তার প্রধান কারণ হলো সাধারণ সময় প্রেক্ষাগৃহগুলো গুরুতর ক্ষতির মধ্যে ছিল। তা সত্ত্বেও মুলভূভাগের টিকিটের দাম অনেক বাড়ানো যায় না। চলচ্চিত্র শিল্পের ভিত্তি বাড়ার ফলে প্রযোজকরা মুভি তৈরির সময় এর খরচ নিয়ন্ত্রণে আনতে পারে। গোটা শিল্পের ওপর মুভি টিকিটের নির্ভরতা কমে যায়; এতে মুভি টিকিটের দাম স্থিতিশীল গতিতে বাড়বে। এবারে চলচ্চিত্রের বিষয়ের ওপর দৃষ্টি দেবো।