আগামী পাঁচ বছরে চীনের চলচ্চিত্রের প্রবণতা-China Radio International
চলিত বছরের বসন্ত উত্সবের সময় প্রদর্শিত কয়েকটি চলচ্চিত্র আগামী কয়েক বছর মুলভূভাগের ফিল্ম মার্কেট প্রযোজনায় দিক নির্দেশনা দিয়েছে। বর্তমানে যেসব চলচ্চিত্রের বক্সঅফিসের আয় ভালো, সেসব চলচ্চিত্রের বিষয় দুটি দিকের সঙ্গে সম্পর্কিত। একটি হল- সায়েন্স ফিকশন ও সামরিক বিষয়ক মুভি, আরেকটি হলো জনগণের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয়।
ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তিও উন্নত হবে। চলতি বছর ‘অ্যাভাটার’ নামের পুরানো চলচ্চিত্র প্রদর্শনে অনেক দর্শক বেশ অবাক হয়েছেন। লেজার আইম্যাক্স ও সিনিটি প্রেক্ষাগৃহসহ উন্নত প্রেক্ষাগৃহ প্রযুক্তি মুলভূভাগে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আকর্ষণীয় চলচ্চিত্রের অভাবে এসব উন্নত প্রযুক্তি উপস্থাপন ভালোভাবে প্রদর্শন করা যায় নি। ফলে মুলভূভাগে উচ্চ-প্রযুক্তির সিনেমা হলের নির্মাণ কাজ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে নতুন প্রযুক্তির নেতৃত্বে ‘অ্যাভাটার-২’ প্রদর্শিত হবে। এতে ‘খালি চোখ থ্রি-ডি’সহ বেশ কয়েকটি প্রযুক্তির ব্যবহার করা যাবে কিনা, তা নতুন করে নির্মাণের ক্ষেত্রে মুলভূভাগে চলচ্চিত্র অঙ্গনে প্রভাব ফেলবে। বলতে চাই যে, দশ বছর আগের অ্যাভাটার চলচ্চিত্র প্রদর্শনের পর মুলভূভাগে থ্রি-ডি প্রেক্ষাগৃহ নির্মাণ কাজ দ্রুত হয়েছে।
চলতি বছরের জাতীয় দিবসের আগে শানসি ফেন ইয়াং শহরে প্রতিষ্ঠিত হবে শানসি ফিল্ম একাডেমি। এটি হলো মুলভূভাগে আরেকটি পেশাগত বিশ্ববিদ্যালয়। একেডেমির নির্মাণ কাজ চলতি বছর চলচ্চিত্র শিল্পের খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠবে। বর্তমানে চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের ধীশক্তির অভাব রয়েছে। আগামী কয়েক বছরে বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে পেশাগত চলচ্চিত্র ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ফলে ধীশক্তির অভাব কিছুটা দূর হবে বলে ধারণা করা হচ্ছে।
ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালকদের মধ্যে যারা পেশাগত চলচ্চিত্র পরিচালক নয়, তাদের সংখ্যা বাড়বে।