বাংলা

‘ Days and Nights in Wuhan’ শীর্ষক মহামারী প্রতিরোধবিষয়ক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র-China Radio International

criPublished: 2021-02-09 13:29:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উল্লেখ্য, ‘ Days and Nights in Wuhan’ প্রামাণ্যচিত্রে উহানের মহামারী প্রতিরোধ-কাজের পাশাপাশি ধারণ করা হয়েছিল। প্রামাণ্যচিত্রের সঙ্গে সম্পৃক্ত শুটিং গ্রুপের সদস্যরা মহামারী প্রতিরোধের প্রথম সময় ক্যামেরা নিয়ে রাস্তায় বা হাসপাতালে ছুটোছুটি করেছেন, তারা অ্যাম্বুলেন্সের পাশে বা আইসিইউতে চিত্রগ্রহণ করেছেন, তারা স্বাস্থ্যকর্মী বা রোগীদের সাক্ষাৎকার নিয়েছেন। দ্রুততার সঙ্গে রোগীদের উদ্ধার করা, দারুণ উদ্বেগ নিয়ে অপেক্ষা করা, ইচ্ছা না থাকলেও প্রিয়জনের কাছ থেকে বিদায় নেওয়া, নতুন প্রজন্মের জন্মগ্রহণ করা— এসব নানা বিষয় ক্যামেরার মাধ্যমে ধারণ করা হয়েছে।

এরকম অনেকগুলো ‘প্রথম বিষয়’ তুলে ধরা হয়েছে এই প্রামাণ্য চলচ্চিত্রে। এর মাধ্যমে প্রামাণ্যচিত্রটিতে অনেক মূল্যবান উপাদান ও বাস্তব চিত্র যুক্ত হয়েছে।

এতে তুলে ধরা সত্য বিষয়গুলো অন্যান্য ফিচার ফিল্মে দেখা যায় না। প্রামাণ্যচিত্রের চরিত্রগুলোর মুখে সেসব বিচিত্র ও প্রাণবন্ত বাস্তব অভিব্যক্তি অন্য কোনো শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী হয়তো অভিনয়ের মাধ্যমে কখনও তুলে ধরতে পারবেন না।

উহানের অবিস্মরণীয় দিন ও রাত শেষ হলেও তথ্যচিত্রের মাধ্যমে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনা আমাদের স্মৃতিকে নাড়া দিয়ে যায়। দর্শকেরা বারবার দেখতে পান যে, প্রতিবন্ধকতার সামনেও সাধারণ মানুষের বীরত্ব আমাদের বিপুল উৎসাহ যোগায়।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn