বাংলা

‘ Days and Nights in Wuhan’ শীর্ষক মহামারী প্রতিরোধবিষয়ক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র-China Radio International

criPublished: 2021-02-09 13:29:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ চীনা পঞ্জিকা অনুযায়ী ২০২০ সালের শেষ দিন। চীনাদের রীতিনীতি অনুযায়ী, দূর-দূরান্তে অবস্থিত যে কোনো মানুষ, আজকের এই দিনে জন্মস্থানে ফিরে আসেন ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। তবে বন্ধুরা, এ বছরটি অন্যান্য বছরের চেয়ে বিশেষভাবে আলাদা। গোটা চীনে নভেল করোনাভাইরাস মহামারী মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু জায়গায় মহামারীর প্রভাব বজায় রয়েছে। তাই, এ বছর বিভিন্ন প্রদেশ ও শহর কর্তৃপক্ষ ‘সেলিব্রেট ইন প্লেস’ বা ‘জন্মস্থানে ফিরে না-গিয়েও বসন্ত উৎসব উদযাপন’ করার পরামর্শ দিয়েছে। এ অবস্থায় এবারের বসন্ত উৎসবের ছুটিতে সিনেমা হলে বা বাসায় বসে ছবি উপভোগ করা— খুব ভালো একটি পদ্ধতি হয়ে উঠেছে।

গত বছরের বসন্ত উৎসবের আগে উহান শহরে মহামারীর প্রাদুর্ভাব চীনাদের জীবনকে বিশৃঙ্খল করে দিয়েছিলো। বছরব্যাপী পরিশ্রমের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে আসছে। আজ সব চীনা মানুষের পুনর্মিলনের এই দিনে আমরা একসঙ্গে উহানের মহামারী প্রতিরোধবিষয়ক একটি তথ্যচিত্রের ওপর নজর দেবো। এই তথ্যচিত্রটির নাম হলো ‘ Days and Nights in Wuhan’।

গত বছর বসন্ত উৎসবের আগ্‌ দিয়ে চীনের উহান শহরে মহামারীর প্রকোপ দেখা দেয়। চীনা চান্দ্র পঞ্জিকার ২০২০ সালের শেষ দিনটির প্রাক্কালে উহান শহরটিকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। সে সময় ওই শহর থেকে বের হওয়ার বা শহরটিতে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। তারপর দীর্ঘ ৭৬ দিন লকডাউনে অবরুদ্ধ ছিল বিশাল উহান শহর। উহানের ৭৬টি দিন ও রাত, তথা চীনের ৭৬টি দিন ও রাত, অসংখ্য মানুষ উহানের মহামারীর ওপর নজর দেন। চীনের মহামারী পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। সে সময়ের কথা আমরা কোনোদিন ভুলব না।

২০২০ সালের শুরুতে নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি ও প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে উহান গোটা চীন তথা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। কষ্টার্জিত এ বিজয়ের জন্য উহানবাসী ও সেখানে সাহায্য করতে ছুটে যাওয়া চীনের বিভিন্ন জায়গার স্বাস্থ্যকর্মীরা বিশাল ত্যাগ স্বীকার করেন এবং অবদান রাখেন। বিভিন্নভাবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের পরিশ্রম একটি উদাহরণ সৃষ্টি করেছে। মহামারী প্রতিরোধবিষয়ক ‘ Days and Nights in Wuhan’ নামে চীনের প্রথম তথ্যচিত্র এটি।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn