‘ Days and Nights in Wuhan’ শীর্ষক মহামারী প্রতিরোধবিষয়ক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র-China Radio International
চীনের কেন্দ্রীয় টেলিভিশনের চলচ্চিত্র চ্যানেলের উদ্যোগে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ Days and Nights in Wuhan’ গত ২২ জানুয়ারি মুক্তি পায়। এতে মহামারী প্রতিরোধের ফ্রন্ট লাইনে কাজ করা স্বাস্থ্যকর্মী, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগী ও স্বেচ্ছাসেবকদের ওপর ফোকাস করা হয়। উহানে মহামারী প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ দিন-রাত অন্যদের সাহায্য করেছিল। এসব সত্য ও মনোমুগ্ধকর গল্প প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে। মহামারী মোকাবিলায় জনগণের দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রা এতে বিশেষভাবে ফুটে উঠেছে।
‘ভালোবাসা ও জীবন-মৃত্যু’ হলো চলচ্চিত্রের চিরন্তন বিষয়। এই বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা অনেক ক্ল্যাসিকাল শিল্পকর্ম সৃষ্টি করে থাকেন।
‘Days and Nights in Wuhan’ প্রামাণ্য চলচ্চিত্রে এই থিমটিকে কেন্দ্র করে সহজ শুটিংয়ের মাধ্যমে খুঁটিনাটি নানা বিষয় তুলে ধরা হয় এবং উষ্ণ ও মনোমুগ্ধকর সংগীতের মাধ্যমে দর্শকদের হৃদয়ে প্রকৃত অনুভূতি সৃষ্টি করা হয়। এই প্রামাণ্য চলচ্চিত্রে ‘ভালোবাসা ও জীবন-মৃত্যু’ সম্পর্কে প্রতিটি মানুষের অনুভূতি প্রকাশিত হয়েছে।
‘ Days and Nights in Wuhan’ প্রামাণ্যচিত্রের প্রথমেই শোনা যায়, শিশু কণ্ঠে কবিতা পড়ার আওয়াজ। একটি শিশুর কণ্ঠ রেকর্ডারে বাজছে। হাসপাতালের আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা বৃদ্ধ দাদা তার নাতির কবিতা পড়া শুনছেন। শুধু তাই নয়, রেকর্ডারের কথায় নিজের জীবন ও মনের ইচ্ছার কথাগুলো দাদাকে জানাচ্ছে শিশুটি। এই রেকর্ডার হলো তার ‘অডিও ডায়রি’। তার কয়েকটি রেকর্ডিং গোটা প্রামাণ্যচিত্র-জুড়ে রয়েছে এবং এর মাধ্যমে ভালোবাসা ও আশার স্বপ্ন বিস্তৃত হয়েছে।
প্রামাণ্য চলচ্চিত্রে দেখা যায়- স্বাস্থ্যকর্মীরা নিকট আত্মীয়ের মতো প্রতিটি রোগীর দেখভাল করছেন। লি ছাও নামে একজন রোগীর আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি ও হাস্য-রসিকতা, সাধারণ স্বেচ্ছাসেবকের গল্প-সহ বিভিন্ন দৃশ্য-বিন্যাস ভালোবাসার উষ্ণতা প্রকাশ পেয়েছে।