বাংলা

রাশিয়ার চলচ্চিত্র ও রুশ চলচ্চিত্র বাজার-China Radio International

criPublished: 2020-12-16 16:15:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি চলচ্চিত্র ‘T-34’ সম্প্রতি চীনে প্রদর্শিত হয়েছে। এটি হলো চলতি বছর চীনে আমদানিকৃত একটি রাশান চলচ্চিত্র। চলচ্চিত্রটি গত বছরের পহেলা জানুয়ারি রাশিয়াতে মুক্তি পায় এবং এটি ডোমেস্টিক যুদ্ধবিষয়ক চলচ্চিত্রের বক্স-অফিসে সর্বোচ্চ আয় করে। আপাতত চীনের বাজারে সবচে ভালো পারফর্ম করা রুশ চলচ্চিত্র হলো গত বছরে প্রদর্শিত ‘Going Vertical’। চলতি বছর চীনে ‘T-34’ নামের চলচ্চিত্রটির বক্স-অফিসের উপার্জন কি ‘Going Vertical’ সিনেমাকেও ছাড়িয়ে যাবে? সময়ই তা বলে দেবে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা রাশিয়ার চলচ্চিত্র অঙ্গনের ওপর দৃষ্টি দেবো।

চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষাকারী প্রতিবেশী দেশগুলোর মধ্যে অনেক দর্শক জাপান ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের সঙ্গে সুপরিচিত। তবে রাশিয়ার চলচ্চিত্র প্রসঙ্গে চীনা দর্শকদের জানাশোনা খুবই কম। আসলে আমাদের পিতা-মাতা ও আগের প্রজন্মের মানুষের কাছে সোভিয়েত ইউনিয়নের চলচ্চিত্র হলো তাদের যৌবনের দারুণ স্মৃতি। ‘Lenin in 1918’, ‘Tikhiy Don’, ‘A Village School-teacher’ এবং ‘ How the Steel Was Tempered’ নামের চলচ্চিত্রগুলো হলো চীনের কয়েক প্রজন্মের মানুষের লালন করা স্মৃতি।

বৈশ্বিক চলচ্চিত্র ইতিহাসের ওপর দৃষ্টি দিলে সোভিয়েত ইউনিয়নের চলচ্চিত্রের বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। শৈল্পিক চলচ্চিত্র বিশ্বের সর্বোচ্চ মানে পৌঁছেছে এবং বহুবার কান, বার্লিন, ভেনিস ও অস্কারসহ বিভিন্ন পুরস্কার জয় করেছে। তবে বর্তমান বিশ্ব বাজারে রাশান চলচ্চিত্রের অবস্থা ততটা মজবুত নয়।

সোভিয়েত ইউনিয়নের চলচ্চিত্র কেন মন্দায় পড়েছে? সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর কেমন পরিবর্তন হয়েছে? রাশান চলচ্চিত্র শিল্পের কী অবস্থা? চীনের সঙ্গে রাশিয়ার চলচ্চিত্র খাতের সহযোগিতার কোনো অগ্রগতি হয়েছে কি?

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn