বাংলা

চলুন বেড়িয়ে আসি: তুরস্কের কাপ্পাডোসিয়া-China Radio International

criPublished: 2020-10-23 14:02:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উছিসার ভিলেজ: এই গ্রামের উছিসার ক্যাসেল পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। এই ক্যাসেলটি কাপ্পাডোসিয়ার সর্বোচ্চ শীর্ষ বিন্দুতে অবস্থিত। এখান থেকে আশে-পাশের দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই ক্যাসেল থেকেই একটু দূরে এরসিয়েস পর্বত চোখে পড়বে।

আর এখানের হট এয়ার বেলুন রাইডিং সারা বিশ্ব জুড়ে বিখ্যাত। তাই এখানে আসলে হট এয়ার বেলুন রাইডে উঠার মজা নিতে ভুলবেন না। আবার একই সাথে হর্স রাইডিং এর সুযোগ আছে।

যাওয়ার উপযুক্ত সময়

কাপ্পাডোসিয়াতে মে থেকে জুন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কারন এই সময় গরমটা কম থাকে আর রাতে বেশ ঠাণ্ডা থাকে। আর এপ্রিলের প্রথম দিকে প্রচণ্ড বাতাস থাকার কারনে হট এয়ার বেলুন রাইডের মজা নিতে পারবেন না। তাই এখানে যাওয়ার ক্ষেত্রে এপ্রিল মাসের সময় টা এড়িয়ে চলুন।

বাসে যাওয়ার ক্ষেত্রে ইস্তানবুলের বুয়ুক অটোগার থেকে রাতের বাসে রওনা দিলে সকালে কাপ্পাডোসিয়ার গোরেমে যেতে পারবেন। সাধারনত বাস ইস্তানবুল থেকে রাত ১১.৪৫ এর দিকে ছাড়ে আর সকাল ৮.৩০ টায় গোরেমে পৌঁছে। কাপ্পাডোসিয়া যাওয়ার জন্য ইস্তানবুলে নেভসেহির সায়াহাত ও মেট্রো ট্যুরিজমের বেশ কিছু ভালো বাস সার্ভিস আছে।

ট্রেনে যাবার ক্ষেত্রে, ইস্তানবুল থেকে আনকারা ও কন্যা হয়ে কাপ্পাডোসিয়া পৌঁছে। তারপর স্টেশন থেকে বাস বা ভাড়া গাড়িতে শহরের ভিতর চলে যেতে পারবেন। আবার ইস্তানবুল থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারেন। তবে সেই ক্ষেত্রে খরচ ও সময় দুটোই অনেক বেশী লাগবে।

ভ্রমণ খরচ

ইস্তামবুল থেকে বিমানে কাপ্পাডোসিয়া যেতে ৮০০০-১১০০০ টাকা খরচ হবে। আর এখানে বিশেষ আকর্ষণ হট এয়ার বেলুন রাইডের জন্য আলাদা একটা খরচের ব্যাপার আছে। তবে এই রাইডের খরচ নির্ভর করে কবে ও কতক্ষণ এই রাইডে থাকবেন। আর পিক সিজন হলে দাম অনেক বেশী হয়। তবে জনপ্রতি আনুমানিক ২৫০০-৩৫০০ টাকার মতো খরচ হবে এই রাইডের জন্য। সব মিলিয়ে কাপ্পাডোসিয়াতে ৫ দিন ৪ রাতের জন্য থাকলে বাংলাদেশ থেকে বিমানে ইস্তাবুল হয়ে কাপ্পাডোসিয়া যাতায়াত সহ ১,২০০০০-১,৫০০০০ টাকা খরচ হবে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn