বাংলা

চলুন বেড়িয়ে আসি: তুরস্কের কাপ্পাডোসিয়া-China Radio International

criPublished: 2020-10-23 14:02:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কিছু ভ্রমণ টিপস

• ইস্তানবুল থেকে কাপ্পাডোসিয়া যাওয়ার বিমানের টিকেট আগে থেকেই কেটে রাখলে অনেক কমে পাওয়া যাবে।

• এখানে কিছু কোম্পানি আছে যারা অনলাইনে কম খরচে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে থাকে। তাই আগে থেকেই নেটে একটু খোঁজ খবর নিলে সুবিধা হবে।

• আন্ডার গ্রাউন্ড সিটিতে এক একটা রুমে যাওয়ার মাঝে বেশ কিছু টানেল আছে। টানেলে যাবার সময় সাবধানে যেতে হবে, কারন বাঁকানো রাস্তা হবার কারনে অনেক সময় এখানে মাথা ঘুরাতে পারে।

• গোরেমে ন্যাশনাল পার্কে সকাল সকাল গেলে ভালো ভাবে ঘুরতে পারবেন।

• ফেইরী চিমনির ভিতরে এমনকি উপরে উঠারও সুযোগ আছে। আর এখানে ছবি তোলার সুযোগ মিস করবেন না।

• এভানোসে অবস্থিত সিরামিক ও পটারি শপে একবার হলেও ঢু মারবেন।

• টাকা একটু বেশী খরচ করে হলেও বিলাসবহুল কেভ হোটেলে থাকতে পারেন, গুহার ভিতরে থাকার এই আমেজ আর কোথাও খুঁজে পাবেন না।

• রাতের কাপ্পাডোসিয়া শহর অন্য রকম এক আবহ তৈরি করে আর তাই তুর্কিশ নাইট দেখতে রাতের বেলা শুধু শহর দেখতে বের হলে ভালো লাগবে।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn