চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম প্রসঙ্গ
সিপিসি-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিয়ং তার বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং যখন এসসিও শীর্ষসম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে আসেন, তখন সিএমজি আসতানায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করেছে। প্রেসিডেন্ট টোকায়েভ এই ইভেন্টের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, যা উত্সাহব্যঞ্জক।
তিনি বলেন, বিশ্বমানের নতুন মূলধারার গণমাধ্যম হিসেবে, চায়না মিডিয়া গ্রুপ সবসময়ই চীন ও কাজাখস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রামাণ্যচিত্র ‘কমন ড্রিমস’-সহ একাধিক ক্ষেত্রে সিএমজি’র সাথে কাজাখস্তানের সংশ্লিষ্ট মহলের সহযোগিতার সূচনা, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আদান-প্রদান বাড়াবে। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও এর ইতিবাচক ভূমিকা থাকবে।
কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী বালায়েভা তার বক্তৃতায় বলেন, কাজাখস্তান ও চীনের জনগণের হাজার হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস রয়েছে এবং দু’টি দেশ প্রাচীন রেশমপথের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। কাজাখস্তানের গণমাধ্যম ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সহযোগিতা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের সহযোগিতা, স্বাভাবিকভাবেই, দুই দেশের সার্বিক সম্পর্ক উন্নয়নেও সহায়ক।
তিনি আরও বলেন, কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় দুই দেশের দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, রীতিনীতি ও লোকরীতি প্রচারে চায়না মিডিয়া গ্রুপের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক। এই মন্ত্রণালয় যৌথভাবে কাজাখ-চীন বন্ধুত্বের গল্প বলে যেতে চায়।