চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম প্রসঙ্গ
কাজাখস্তানের রেডিও ও টেলিভিশন প্রশাসনের মহাব্যবস্থাপক কারিবায়েভা, পর্যটন ও ক্রীড়া উপমন্ত্রী ইয়েরগিনবায়েভ, আসতানা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারের নির্বাহী পরিচালক মুহানবেতজানভ, কাজাখস্তানে চীনা রাষ্ট্রদূত চাং সিয়াও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দেন।
অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ ও কাজাখস্তানের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত তথ্যচিত্র ‘কমন ড্রিমস’ প্রদর্শিত হয়। এ ছাড়া, চায়না মিডিয়া গ্রুপের রিসার্চ ইনস্টিটিউট এবং কাজাখস্তানের ন্যাশনাল ইউরেশিয়ান ইউনিভার্সিটি, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা বিষয়ে, একটি চুক্তিতে পৌঁছায় এবং সহযোগিতা-স্মারক বিনিময় করে।