বাংলা

চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম প্রসঙ্গ

CMGPublished: 2024-07-03 14:06:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শাংহাই সহযোগিতা সংস্থার ২৪তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ এবং কাজাখস্তানে তাঁর রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) গত ২ জুলাই আসতানায়, চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আয়োজন করে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ কার্যক্রমের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। বার্তায় তিনি কার্যক্রমে অংশগ্রহণকারী অতিথিদের শুভেচ্ছাও জানান।

কাজাখস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মহল এবং গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা বেশ কয়েকটি ব্যবহারিক সহযোগিতা-দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন এবং চীন ও কাজাখস্তানের যৌথ প্রযোজনায় তৈরি প্রামাণ্যচিত্র ‘কমন ড্রিমস’ দেখেন।

প্রেসিডেন্ট টোকায়েভ তার শুভেচ্ছাবার্তায় বলেন, এ ইভেন্টটি গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাজাখস্তান সফরকালে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটি আয়োজিত হয় এসসিও শীর্ষসম্মেলনের কাঠামোর মধ্যে। এর বিশেষ তাত্পর্য রয়েছে। চীন-কাজাখস্তান সম্পর্ক ইতোমধ্যেই নতুন স্তরে উন্নীত হয়েছে। আর এক্ষেত্রে দুই দেশের মানুষের মধ্যে আদান-প্রদান ও সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও রাখছে।

টোকায়েভ আরও বলেন, সাংস্কৃতিক আদান-প্রদান হল দুই জনগোষ্ঠীকে সংযুক্ত করার অন্যতম উপায়। এসসিও শীর্ষসম্মেলনের প্রাক্কালে, আনুষ্ঠানিকভাবে কাজাখ-চীন সাংস্কৃতিককেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্র হবে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের নতুন প্লাটফর্ম। একই সাথে, শিক্ষা, বিজ্ঞান, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারেও কাজ করা হচ্ছে। সিএমজি’র সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম কাজাখস্তান-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় ও দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা যায়।

সিপিসি-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিয়ং তার বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং যখন এসসিও শীর্ষসম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে আসেন, তখন সিএমজি আসতানায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করেছে। প্রেসিডেন্ট টোকায়েভ এই ইভেন্টের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, যা উত্সাহব্যঞ্জক।

তিনি বলেন, বিশ্বমানের নতুন মূলধারার গণমাধ্যম হিসেবে, চায়না মিডিয়া গ্রুপ সবসময়ই চীন ও কাজাখস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রামাণ্যচিত্র ‘কমন ড্রিমস’-সহ একাধিক ক্ষেত্রে সিএমজি’র সাথে কাজাখস্তানের সংশ্লিষ্ট মহলের সহযোগিতার সূচনা, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আদান-প্রদান বাড়াবে। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও এর ইতিবাচক ভূমিকা থাকবে।

কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী বালায়েভা তার বক্তৃতায় বলেন, কাজাখস্তান ও চীনের জনগণের হাজার হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস রয়েছে এবং দু’টি দেশ প্রাচীন রেশমপথের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। কাজাখস্তানের গণমাধ্যম ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সহযোগিতা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের সহযোগিতা, স্বাভাবিকভাবেই, দুই দেশের সার্বিক সম্পর্ক উন্নয়নেও সহায়ক।

তিনি আরও বলেন, কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় দুই দেশের দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, রীতিনীতি ও লোকরীতি প্রচারে চায়না মিডিয়া গ্রুপের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক। এই মন্ত্রণালয় যৌথভাবে কাজাখ-চীন বন্ধুত্বের গল্প বলে যেতে চায়।

কাজাখস্তানের রেডিও ও টেলিভিশন প্রশাসনের মহাব্যবস্থাপক কারিবায়েভা, পর্যটন ও ক্রীড়া উপমন্ত্রী ইয়েরগিনবায়েভ, আসতানা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারের নির্বাহী পরিচালক মুহানবেতজানভ, কাজাখস্তানে চীনা রাষ্ট্রদূত চাং সিয়াও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দেন।

অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপ ও কাজাখস্তানের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত তথ্যচিত্র ‘কমন ড্রিমস’ প্রদর্শিত হয়। এ ছাড়া, চায়না মিডিয়া গ্রুপের রিসার্চ ইনস্টিটিউট এবং কাজাখস্তানের ন্যাশনাল ইউরেশিয়ান ইউনিভার্সিটি, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা বিষয়ে, একটি চুক্তিতে পৌঁছায় এবং সহযোগিতা-স্মারক বিনিময় করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn