চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম প্রসঙ্গ
জুলাই ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শাংহাই সহযোগিতা সংস্থার ২৪তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ এবং কাজাখস্তানে তাঁর রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) গত ২ জুলাই আসতানায়, চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আয়োজন করে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ কার্যক্রমের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। বার্তায় তিনি কার্যক্রমে অংশগ্রহণকারী অতিথিদের শুভেচ্ছাও জানান।
কাজাখস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মহল এবং গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা বেশ কয়েকটি ব্যবহারিক সহযোগিতা-দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন এবং চীন ও কাজাখস্তানের যৌথ প্রযোজনায় তৈরি প্রামাণ্যচিত্র ‘কমন ড্রিমস’ দেখেন।
প্রেসিডেন্ট টোকায়েভ তার শুভেচ্ছাবার্তায় বলেন, এ ইভেন্টটি গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাজাখস্তান সফরকালে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটি আয়োজিত হয় এসসিও শীর্ষসম্মেলনের কাঠামোর মধ্যে। এর বিশেষ তাত্পর্য রয়েছে। চীন-কাজাখস্তান সম্পর্ক ইতোমধ্যেই নতুন স্তরে উন্নীত হয়েছে। আর এক্ষেত্রে দুই দেশের মানুষের মধ্যে আদান-প্রদান ও সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও রাখছে।
টোকায়েভ আরও বলেন, সাংস্কৃতিক আদান-প্রদান হল দুই জনগোষ্ঠীকে সংযুক্ত করার অন্যতম উপায়। এসসিও শীর্ষসম্মেলনের প্রাক্কালে, আনুষ্ঠানিকভাবে কাজাখ-চীন সাংস্কৃতিককেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্র হবে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের নতুন প্লাটফর্ম। একই সাথে, শিক্ষা, বিজ্ঞান, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারেও কাজ করা হচ্ছে। সিএমজি’র সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম কাজাখস্তান-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় ও দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা যায়।