বাংলা

প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নববর্ষের শুভেচ্ছাবার্তার তাৎপর্য

CMGPublished: 2024-01-07 15:47:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

খ্রিস্টিয় নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিনপিং একটি শুভেচ্ছা বার্তা দেন। শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী ২০২৩ সালে চীনের মানুষের কঠোর পরিশ্রম মাধ্যমে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি নতুন বছরে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেন।

আজকের সংবাদ পর্যালোচনায় আমরা বিশেষজ্ঞ বয়ানে, প্রেসিডেন্ট সি’র নববর্ষের শুভেচ্ছা বার্তার তাৎপর্য বিশ্লেষণের চেষ্টা করবো।

প্রেসিডেন্ট সি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ২০২৩ সাল কঠিন ছিল, তবে চীন স্বস্তির পা ফেলেছে। চীনের কমিউনিস্ট পার্টি ও এর শীর্ষ নেতা সি চিনপিংয়ের দূরদর্শী নির্দেশনায় কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনের মানুষ কঠিন সময়কে স্বস্তির সময়ে পরিণত করেছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র প্রাক্তন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড সি চিনপিং সত্য কথা তুলে ধরেছেন, বাস্তব কোনো পরিস্থিতিকে আড়াল না করে।

তার বিশ্লেষণে, চীন স্বস্তির পা ফেলেছে, এর মানে হলো, গত বছর আমরা দেখেছি চীনের বিরুদ্ধে পশ্চিমা দুনিয়ার একটা ষড়যন্ত্রের জাল প্রবল হয়ে উঠেছিল। সেটাকে অতিক্রম করে চীন যে তার স্বভাবিক স্ট্রাটেজিক লক্ষ্যগুলোকে অব্যাহত রেখে অগ্রসর হতে পেরেছে এবং কোনো রকম টার্নিং পয়েন্টে ভেতর ঘটনাবলীকে যেতে দেয়নি, এটাই হলো তার স্বস্তির ভিতরে অবস্থান করার প্রধান লক্ষ্মণ। আর চলতি বছরেও সেই ধারাটি অব্যাহত থাকবে তার ভিত্তি কিন্তু এরই মধ্যে রচিত হয়ে গেছে।

২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য খারাপ বছর হলেও চীনের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট সি শুভেচ্ছা বার্তায়, গুণগত মানসম্পন্ন সবুজ স্মার্ট উন্নয়ন, চীনের বৈশিষ্টময় আধুনিকায়ন ও গ্রামীন পুনরুজ্জীবনের সাফল্যের কথা তুলে ধরেছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn