বাংলা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সামরিক শিক্ষা

CMGPublished: 2024-11-18 15:30:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শানতুং চীনা চিকিত্সা ও মেডিসিন বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষার্থী লিউ থিয়ান ইউ বলেন, সামরিক প্রশিক্ষণে ক্রল করা বা হাঁটার মতো শরীরচর্চা দেখা সহজ, তবে সবাইকে একসাথে সুশৃঙ্খলভাবে হাঁটানো আসলে সহজ ব্যাপার নয়। কারণ, হাঁটার সময় সবার হাত ও পা একভাবে চলে না। এটা ঠিক রাখা আসলে কঠিন। এই মিল ঠিক রাখার জন্য বার বার চর্চা করতে হয়। লিউ নিজের অপারগতার জন্য লজ্জিত হন।

শিক্ষার্থী লিউ মনোযোগ দিয়ে আরও বেশি সময় দিয়ে চর্চা করেন। যখন অন্য শিক্ষার্থীরা বিশ্রাম নিচ্ছিলেন, তখনও মেয়ে লিউ চর্চা চালিয়ে যান। ক্লান্ত লাগলেও, তিনি দমেননি। পরে তিনি সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটা শিখে ফেলেন।

শুরুতে তিনি মনে করেছিলেন, ক্রল করা তুলনামূলকভাবে সহজ। তবে পরে খেয়াল করেন যে, এটাও আসলে সহজ নয়। এখানেও দলীয় শৃঙ্খলা জরুরি। সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ। চাকরি নেওয়ার পর অন্যদের সাথে কাজ করার সময়ও একই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

সামরিক প্রশিক্ষণ কোর্স গ্রহণের পর অনেক শিক্ষার্থী মনে করেন, তাঁদের দেশপ্রেমের চেতনা আগের তুলনায় বেড়েছে। যখন জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন, তখন সবাই গর্বিত হন, দায়িত্ব অনুভব করেন। শিক্ষার্থীরা পরিশ্রম করে পড়াশোনা করার এবং দেশের উন্নয়নে নিজের অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে।

শানতুং চীনা চিকিত্সা ও মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামরিক প্রশিক্ষণ কোর্স গ্রহণের সময় ইচ্ছাশক্তি চর্চার সুযোগ পেয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চু চিন স্যু বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু পেশাদার জ্ঞান শেখা নয়, বরং প্রতিরক্ষার শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ, দেশপ্রেমের চেতনা না থাকলে, দেশের উন্নয়নে সঠিক অবদান রাখা সম্ভব নয়।

সামরিক প্রশিক্ষণ কোর্স চলাকালে, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আত্মচর্চা প্রশিক্ষণ দল’ গঠন করেন। তাঁরা সৈনিকের কঠোর পরীক্ষা পাস করে, সামরিক প্রশিক্ষণ দক্ষতা অর্জনের পাশাপাশি, চীনা চিকিত্সাবিদ্যার জ্ঞান অর্জন করেন। তাই, জরুরি অবস্থায় সংশ্লিষ্ট উদ্ধারকাজেও অংশ নিতে পারেন। তা ছাড়া, দেশপ্রেমের শিক্ষাদান ক্লাসে শিক্ষার্থীরা সিরিয়ার বিজ্ঞানীদের মুগ্ধকর গল্প জানতে পেরেছেন এবং অনেকে মুগ্ধ হয়েছেন। তাঁরা মনে করেন, দেশপ্রেম বিস্তারিত পদক্ষেপ ও জীবিত বীরদের মাধ্যমে প্রতিফলিত হতে পারে। সবাই মনে করেন, শান্তিপূর্ণ ও সুখী জীবন কাটানো বেশ সৌভাগ্যের ব্যাপার। কারণ, বর্তমানে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ চলছে, অনেকে যুদ্ধের কারণে গৃহহারা হয়েছেন, যা বেশ দুঃখজনক ব্যাপার।

যদিও গরম আবহাওয়ায় সামরিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ আরামদায়ক ব্যাপার নয়, তবে সবাই শরীরের ঘামের সাথে ইচ্ছাশক্তির চর্চা করেছেন। এটিও বেশ শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এ থেকে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে, চীনা গণমুক্তি ফৌজের সৈন্যদের দৈনিক জীবন কতো পরিশ্রমের ও সাধনার।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn