বাংলা

চীনে বিশ্ববিদ্যালয় জাদুঘর যেভাবে দর্শকদের চাহিদা মেটাতে পারে

CMGPublished: 2024-11-04 16:31:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নানচিং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সমরাস্ত্র জাদুঘরের প্রধান চিয়াং হুই মিন বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জাদুঘর বিনা খরচে সাধারণ মানুষকে পরিদর্শনের সুযোগ দিচ্ছে। সংশ্লিষ্ট পরিদর্শনের সময়সূচিও প্রকাশিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে চিয়াংসু প্রদেশের বিজ্ঞান পরিষদের কাছ থেকে জাদুঘর ৫ বিলিয়ন ইউয়ানের বাজেটও পেয়েছে। এ বাজেট দিয়ে জাদুঘরের ব্যবস্থাপনা ও কর্মীদের খরচ মেটানো হচ্ছে। জাদুঘরে মোট ৬ সহস্রাধিক শ্রেষ্ঠ অস্ত্র প্রদর্শন করা হচ্ছে, যা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয়।

শিক্ষামহলের বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্ববিদ্যালয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ। এ ধরনের জাদুঘর সংশ্লিষ্ট বিজ্ঞান গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের দায়িত্ব পালন করে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগসূত্র হিসেবে কাজ করে। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাদুঘর সাধারণ মানুষের জন্য যত বেশি উন্মুক্ত হবে, তত ভালো।

গত কয়েক বছরে ছিংহুয়া বিশ্ববিদ্যালয় শিল্পকলা জাদুঘর, শানতুং বিশ্ববিদ্যালয় জাদুঘর, ও শাংহাই বিশ্ববিদ্যালয় জাদুঘর চীনের প্রথম শ্রেণীর জাদুঘরের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নানচিং শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাদুঘর যৌথ প্রদর্শনী আয়োজন করে। নানচিং শহরের ১১টি বিশ্ববিদ্যালয় জাদুঘর এ কার্যক্রমে যোগ দেয়। এ কার্যক্রমে অংশ নেয় চীনের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৬৭টি জাদুঘর। ভবিষ্যতেও, বিভিন্ন জাদুঘরের বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক উত্তরাধিকার বিবেচনা করে, বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে।

এখন চীনের বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয় জাদুঘরগুলো জনগণের পরিদর্শনের জন্য খোলা আছে। চলতি বছরের আগস্ট মাস থেকে বেইজিংয়ের ৫টি বিশ্ববিদ্যালয়ের ১১টি জাদুঘর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খোলা হয়। ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে পরিদর্শনের জন্য নিবন্ধন করতে পারে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn