বাংলা

চীনের হাইড্রোঅ্যাকোস্টিক প্রকৌশলবিদ্যার জনক জনাব ইয়াং শি এয়ের গল্প

CMGPublished: 2024-10-07 17:00:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের ১৯ মার্চ ৯৩ বছর বয়সের অধ্যাপক ইয়াং শি এ দুনিয়া থেকে বিদায় নিয়ে স্বর্গবাসী হন। তাঁর ছাত্র চাং হাই কাং এখন হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হাইড্রোঅ্যাকোস্টিক প্রকৌশল একাডেমির উপপ্রধান। ডক্টর ইয়াংয়ের কথা স্মরণ করে তাঁর চোখ অশ্রুসিক্ত হয়। অধ্যাপক ইয়াংয়ের জীবনের শেষ দিকে চাং সবসময় তাঁর পাশে থাকতেন, যত্ন নিতেন। যখন অধ্যাপক ইয়াং অসুস্থ হন, তার কথা বলতে কষ্ট হতো। অথচ, শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক প্রশ্ন করলে, তিনি জবাব দেওয়ার চেষ্টা করতেন। গবেষকদের জন্য অধ্যাপক ইয়াং যেন বাতিঘরের মতো ছিলেন।

১৮ সেপ্টেম্বর হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হাইড্রোঅ্যাকোস্টিক ইঞ্জিনিয়ারিং একাডেমির পরীক্ষাগারে ২০২০ সালের ডক্টরেট গবেষক হান মিং ছিয়ান ব্যস্ততার মধ্যে কাজ করছিলেন। তিনি বলেন, এখনও সমুদ্রের নিচে নতুন অনুসন্ধানের পদ্ধতি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। অতীতকালের প্রযুক্তির তুলনায় নতুন সংকেত প্রক্রিয়াকরণ পদ্ধতিতে আরও বেশি তথ্য পাওয়া যায়।

হান মিং ছিয়ান অধ্যাপক ইয়াংয়ের ছাত্র। ৪ বছর আগে ইয়াংয়ের সহায়তায় তিনি ডক্টরেট থিসিস ও গবেষণার বিষয় ঠিক করেন। যদিও সেই সময় অধ্যাপক ইয়াংয়ের বয়স ৯০ বছর, তবে তিনি ভালো করে সর্বশেষ হাইড্রোঅ্যাকোস্টিক গবেষণার ফলাফল জানতেন। অধ্যাপক ইয়াংয়ের সাহায্যে হান গবেষণায় বিরাট সাফল্য অর্জন করেন।

যখন অধ্যাপক ইয়াং হাসপাতালে ভর্তি হন, তখন তিনি সবসময় তাঁর ছাত্রছাত্রীকে বলতেন, তোমাদের গবেষণার কাজ অবশ্যই দেশের চাহিদা বিবেচনা করে ঠিক করতে হবে। তাঁর ছাত্র চাং হাই কাং স্মরণ করে বলেন, প্রায় ২ বছর আগে ৯১ বছর বয়সের অধ্যাপক ইয়াং শি এ যখন ক্লাস নিতেন, তখনও তিনি একই কথা বলতেন। দেশের চাহিদা মেটাতে হলে আমাদের প্রচেষ্টা ও পরিশ্রম বিশেষ তাত্পর্যপূর্ণ। অধ্যাপক ইয়াংয়ের নেতৃত্বে হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় চীনের জাতীয় হাইড্রোঅ্যাকোস্টিক বিদ্যার মেধাবী ও দক্ষ গবেষকদের প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হয়। চীনের হাইড্রোঅ্যাকোস্টিক বিদ্যার ৬০ শতাংশ পেশাদার কর্মী ও ৭০ শতাংশ বিশেষজ্ঞ এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ১১০ জনেরও বেশি হাইড্রোঅ্যাকোস্টিক বিদ্যার মাস্টার্স ও ডক্টরেট শিক্ষার্থী স্নাতক হওয়ার পর এ গবেষণার বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীতে পরিণত হয়েছেন।

যদিও অধ্যাপক ইয়াং চিরদিনের মতো বিদায় নিয়েছেন, তবে তাঁর গবেষণার চেতনা ও তত্ত্ব এবং হাইড্রোঅ্যাকোস্টিক বিদ্যার প্রতি ভালোবাসা ও আবেগ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য দৃষ্টান্তস্বরূপ। তাঁরা দেশের চাহিদা বিবেচনা করে গবেষণার কাজ ও নতুন প্রযুক্তি আয়ত্বের চেষ্টা করেন। এটি অধ্যাপক ইয়াংয়ের জন্য বড় সান্ত্বনা।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn