স্কুলে যেতে অনিচ্ছুক বাচ্চাদের জন্য পিতামাতার করণীয়
বাচ্চাদের ছোটবেলায় সময়মতো উত্সাহ দেওয়া এক খুব কার্যকর পদ্ধতি। যদি বাবা-মা ভালো করে বাচ্চাদের প্রশংসা বা উত্সাহ দিতে পারেন, তাহলে বাচ্চাদের সুপ্তসম্ভাবনার বিকাশ ঘটতে পারে সহজে।
এমন কিছু বাচ্চা আছে যারা পড়াশোনার খানিকটা দুর্বল। তাঁরা অন্যদের মতো পরীক্ষায় ভালো স্কোর করতে পারে না এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করলেও, সাধারণ বাচ্চাদের গড় বুদ্ধির চাইতে কম বুদ্ধির পরিচয় দেয়। এ সময় বাবা-মাকে খুঁজতে হবে এর মূল কারণ। তাদের পড়াশোনার পদ্ধতি দুর্বল, নাকি লেখাপড়ায় আগ্রহ কম? এ প্রশ্নের উত্তর খুঁজে বের করে বাচ্চাকে যথাযথভাবে গাইড করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবসময় পড়াশোনার কথা বললে বাচ্চাদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাচ্চারা খেলাধুলা পছন্দ করে; নতুন নতুন জিনিস শিখতে চায়। নতুন কিছু দেখলে তাঁরা সেদিকে আকৃষ্ট হয়। পিতামাতা বা শিক্ষকের উচিত নয় বাচ্চাদের এ ব্যাপারে অনুত্সাহিত করা এবং সবসময় লেখাপড়ার কথা বলা। পড়াশোনার বাইরের অ্যাক্টিভিটিকেও উত্সাহিত করতে হবে। তখন, বাচ্চা লেখাপড়ার প্রতিও আকৃষ্ট হবে।