গ্রীষ্মকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ব্যস্ততা প্রসঙ্গ
ছাত্রী লুও শুয়ে লিং তার সিনচিয়াং ভ্রমণের জন্য অনেক তথ্য সংগ্রহ করেছেন। প্রতিবছর গ্রীষ্মকালীন ছুটি পর্যটনের মৌসুম। তাই বিভিন্ন দর্শনীয় স্থানের খরচ তুলনামূলক বেশি। সিনচিয়াং ভ্রমণের জন্য তিনি প্রায় ১০ দিনের মতো অস্থায়ী শিক্ষকের কাজ করেছেন। লুও’র জন্য ভ্রমণ বেশ ভালো বিশ্রামের পদ্ধতি। ভিন্ন স্থানে গিয়ে তার মন শান্ত হয়। ভ্রমণ শেষে সুন্দর ও সুস্থ মন নিয়ে তিনি ফেরেন। তখন কাজে মন দেওয়া সহজতর হয়।
একসাথে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়েছে। ফুচিয়ান নোর্মল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াং ছি টানা দুই মাসের ছুটিতে পড়াশোনার পরিকল্পনা করেছেন। ছুটিতে ক্যাম্পাসে থাকবেন এবং সরকারি কর্মচারী পরীক্ষায় অংশ নেবেন। ইয়াং ছি খেয়াল করেন যে, ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা বা সরকারি কর্মচারী পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে। কারণ, ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ভালো। হোস্টেল, লাইব্রেরি ও ক্যান্টিন কাছাকাছি হওয়ায় মন দিয়ে পড়াশোনা করা যায়।
জরিপ থেকে জানা গেছে, প্রায় ৬৭.৬ শতাংশ ছাত্রছাত্রী মনে করেন, তাদের গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা সময়মতো সম্পন্ন হয়েছে। তবে অনেকে মনে করেন, আত্মনিয়ন্ত্রণ দক্ষতা দুর্বল, বাইরে পরিবেশের প্রভাব আর জীবনধারা বিশৃঙ্খল,পড়াশোনার কার্যকারিতার অভাবসহ বিভিন্ন কারণে সংশ্লিষ্ট পরিকল্পনার বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলবে।
ছাত্র ইয়াং ছি অন্য একজন বন্ধুর সাথে সরকারি কর্মচারী পরীক্ষার জন্য পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা নিয়মিতভাবে পরীক্ষার প্রস্তুতির টিপস বিনিময় করেন এবং পরস্পরকে উত্সাহ দেন। একসাথে পড়াশোনা করে আত্মনিয়ন্ত্রণের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। প্রতি সপ্তাহে তাঁরা পড়াশোনার জটিল বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাপ্তাহিক পরীক্ষায় পড়াশোনার ফলাফল চেক করেন।