গ্রীষ্মকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ব্যস্ততা প্রসঙ্গ
শিক্ষার্থী ইয়ু মিং ইয়াং বিশ্ববিদ্যালয়ে তার প্রথম গ্রীষ্মকালীন ছুটি কাটাবেন। তিনি ইংরেজিতে দুর্বল। তাই, ছুটিতে আরও বেশি সময় নিয়ে তিনি ইংরেজি শিখতে চান। ইয়ু বলেন, “আমার আশেপাশে অনেকে মাস্টার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের আরামদায়ক পরিবেশে না-থেকে, ক্যাম্পাসে থাকলে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়।”
সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের চিনচিয়াং একাডেমির ছাত্রী লুও শুয়ে লিং গ্রীষ্মকালীন ছুটিতে সিনচিয়াংয়ে টানা ৮ দিন ভ্রমণ করতে চান। আগে বেইজিং, ছাংশাসহ বিভিন্ন বড় শহরেও ঘুরে বেড়িয়েছেন তিনি।
উহান বিশ্ববিদ্যালয়ের রেডিও ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থী চিয়া সিন ইয়াং নতুন সেমিস্টারে চতুর্থ বর্ষে পড়বেন। এটি তার অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ সেমিস্টারপূর্ব ছুটি। উহান বিশ্ববিদ্যালয় ও চায়না কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। মাস্টার্স পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ছাত্রী ছেন থিং থিং বিস্তারিত পরিকল্পনা করে গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। তিনি মনে করেন, সাপ্তাহিক ছুটির দুই দিনে খুব বেশি ঘোরাঘুরি করা যায় না। গ্রীষ্মকালীন ছুটিতে যথেষ্ঠ সময় পাওয়া যায়। তখন একটি নতুন শহরে গিয়ে ধীরেসুস্থে ঘোরাঘুরি করা যায়। তিনি তার ভ্রমণের ব্যস্ত সময়সূচি তৈরি করেননি। তিনি শুধু সুচৌ শহরের প্রাচীন উদ্যানে গিয়ে ঐতিহ্যিক হান কাপড়চোপড় পরে ছবি তুলবেন, রাতে ছোট রাস্তায় হাঁটাহাটি করবেন, ও স্থানীয় রাস্তার খাবার খাবেন।
এবারের গ্রীষ্মকালীন ছুটি, বেইজিং বিমান ও মহাশূন্য বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক তথ্য প্রকৌশল একাডেমির শিক্ষার্থী চাং স্যু হাও, আরামে কাটাতে পারবেন না। কারণ, অগাস্ট মাসে হাংচৌ শহরে ক্লাসের শিক্ষার্থীদের সাথে তার ইন্টার্নশিপ শুরু হবে। তিনি সুন্দরভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করতে চান, যেটি সহজ কাজ নয়। এ জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। ছেলে চাং স্যু হাও মনে করেন, প্রতি গ্রীষ্মকালীন ছুটিতে নতুন সেমিস্টারের পড়াশোনার জন্য আগাম প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নতুন সেমিস্টারের পড়াশোনার চাপ কমে। বিস্তারিত ও স্পষ্ট পড়াশোনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে, গ্রীষ্মকালীন ছুটি আরও কার্যকরভাবে কাটানো সম্ভব।