বাংলা

গ্রীষ্মকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ব্যস্ততা প্রসঙ্গ

CMGPublished: 2024-07-22 11:34:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জরিপ থেকে জানা গেছে, শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা ভিন্ন ভিন্ন। ৪৫.২ শতাংশ ছেলে-মেয়ে ছুটির দিনে নতুন ধরনের জীবন কাটাতে পছন্দ করেন। মেয়ে ছেন থিং থিং এবার গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণ নিয়ে নতুন পরিকল্পনা করেছেন। তিনি ভ্রমণের সময় ভিডিও শুটিং করবেন। বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য সংগ্রহ করার পাশাপাশি, তিনি সেসব স্থানের ভিডিও-চিত্র ধারণ করবেন। এ জন্য কিছু কৌশলও শিখতে শুরু করেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, “এবার ভ্রমণের সময় আমি আরও পেশাদার শুটিং ও এডিটিংয়ের মাধ্যমে সুন্দর ভিডিও-চিত্র বানাতে চাই। এর মাধ্যমে আমার ভ্রমণের সুখকর অনুভূতি নেটিজেনদের সাথে শেয়ার করা যাবে।”

বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমির ছাত্রী ফেং সিউয়ান মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যত বেশি আরামদায়ক সময় কাটানো যায় তত ভালো। তৃতীয় বর্ষের ছাত্রী ফেং ইতোমধ্যে বিদেশি ভাষার যোগ্যতাপত্র আর জাপানি ভাষার শিক্ষক হিসেবে যোগ্যতাপত্র পেয়েছেন। ছুটির দিনগুলোতে তিনি ইন্টারনেট কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন। তিনি মনে করেন, লম্বা ছুটির সময় বাইরের বিশ্ব দেখা অনেক গুরুত্বপূর্ণ। এতে দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। গত বছরের গ্রীষ্মকালীন ছুটির কথা স্মরণ করে তিনি বলেন, “তখন জন্মস্থানে ফিরে যাওয়ার আগে, বেইতাইহ্য যাই। সৈকত এলাকায় ভ্রমণের সময় সুন্দর মুক্তার মালা ও ব্রেসলেট কিনতে গিয়ে দেখি, দাম অনেক বেশি। তখন প্রথমবারের মতো সাহসের সাথে দামাদামি করেছি ও পরিবারের সদস্যদের জন্য উপহার কিনেছি। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।” বেইতাইহ্য ভ্রমণের মজার অভিজ্ঞতা ফেং সিউয়ানের মনে দাগ কেটেছে। তিনি বললেন, “একবার আমি বন্ধুর সাথে একটি বিদ্যুতচালিত মোটর গাড়ি ভাড়া করি। একসাথে স্থানীয় সুস্বাদু খাবার খেয়েছি, সৈকত এলাকায় সুর্যাস্তের ছবি তুলেছি, সংগীত উপভোগ করেছি। পরে, হোটেলে ফিরে যাওয়ার পথে, হাল্কা বৃষ্টি পড়ে। সেই সময় বৃষ্টিতে মোটর গাড়ি চালানো বেশ রোম্যন্টিক স্মৃতি।” চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে ফেং সিউয়ান জাপান ভ্রমণে যাবেন। কারণ, মাত্রই তিনি জাপানি ভাষার শিক্ষক হিসেবে যোগ্যতাপত্র পেয়েছেন। জাপানের রীতিনীতি ও ভাষা তিনি কাছ থেকে অনুভব করতে চান।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn