বাংলা

হুনান প্রথম নর্মোল কলেজের স্নাতক শিক্ষার্থীদের অনুন্নত গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকতার গল্প

CMGPublished: 2024-05-20 15:30:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হুনান প্রথম নর্মোল কলেজের পুরনো নাম হুনান নর্মোল স্কুল। ১৯০৩ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর অর্থ প্রতিষ্ঠানটির শতাধিক বছরের ইতিহাস রয়েছে। এখন এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। শতাধিক বছরের মধ্যে এ কলেজ থেকে অনেক দক্ষ ব্যক্তি স্নাতক হয়েছেন এবং বিভিন্ন প্রজন্মের যুব-শিক্ষার্থীরা, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, দেশের উন্নয়ন ও জাতীয় পুনরুত্থানের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। এ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই প্রশিক্ষণের ওপর বেশ গুরুত্ব দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ বা নর্মোল বিভাগ এবং বিশেষ পদে শিক্ষক নিয়োগ পরিকল্পনায় ২০ হাজার জনেরও বেশি শিক্ষার্থী এখান থেকে স্নাতক হওয়ার পর গ্রামাঞ্চলের স্কুলে গিয়ে তাঁদের শিক্ষকতার কাজ শুরু করেছেন।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে এ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তখন তিনি আশা প্রকাশ করে বলেন, হুনান প্রথম নর্মোণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক নর্মোল বিভাগের শিক্ষার্থীদের উচিত দেশের উন্নয়ন ও জাতীয় পুনরুত্থানের স্বপ্ন পূরণের জন্য আরও বেশি দক্ষ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া। আজকের অনুষ্ঠানে আমরা হুনান প্রথম নর্মোল কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের অবস্থা এবং তাঁদের গ্রামাঞ্চলে শিক্ষকতার জীবন নিয়ে কিছু তথ্য তুলে ধরবো।

হুনান প্রদেশের তুচিয়া জাতি ও মিয়াও জাতির অধ্যুষিত এলাকার হুয়াহুয়ান জেলার শিপাতুং গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক পু লি থাও ভোরবেলায় দরজা খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার পর ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করেন। পাহাড়াঞ্চলে অবস্থিত এ স্কুলে মাত্র ১৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকে। এখানে প্রিস্কুল, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস হয়। ৩৩ বছর বয়সের শিক্ষক পু এ স্কুলের একমাত্র শিক্ষক। ২০১৩ সালে তিনি হুনান প্রথম নর্মোল কলেজ থেকে স্নাতক হওয়ার পর, বিশেষ পদের শিক্ষক পরীক্ষায় পাস করেন এবং এ স্কুলের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। তিনি স্থানীয় শিক্ষা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn