বাংলা

আনহুই প্রদেশের ছুচৌ শহরের সাকুরা ফুল পর্যটন শিল্প

CMGPublished: 2024-04-15 16:17:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ মাসের শেষ দিকে চীনের আনহুই প্রদেশের ছুচৌ শহরের ছুয়ানচিয়াও অঞ্চলের মাছাং জেলার লংশান সাকুরা বাগানে বিভিন্ন ধরনের চেরি ফুল ফোটে। গোলাপি, সাদা, হাল্কা গোলাপিসহ বিভিন্ন রঙয়ের ফুল সূর্যালোকে বেশ সুন্দর দেখায়, আর ফুলের সুগন্ধ ধীরে ধীরে দূর থেকে দূরান্তে ছড়িয়ে পড়ে।

সাকুরা বাগানের মালিক সি চিয়া পেং পর্যটক সামলাতে ব্যস্ত। তিনি পর্যটকদের কাছে চেরি ফুলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। সামাজিক গণমাধ্যমে চেরি ফুল বাগানের ভিডিও পোস্ট করার পর, অনেক পর্যটক বাগানে ভ্রমণের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। তাই প্রতিদিন তিনি অসংখ্য ফোন পান।

সাকুরা বাগানটির আয়তন প্রায় ৮০ হেক্টর, যাতে ১৫০ ধরনেরও বেশি চেরি গাছ রয়েছে। মালিক সি’র বয়স মাত্র ৩৮ বছর। তবে, তিনি টানা ১১ বছর ধরে সাকুরা বাগান করছেন। সি’র পরিবারের আর্থিক অবস্থা খারাপ ছিল। ছোটবেলায় তিনি বাবা-মায়ের সাথে কৃষিকাজ করতেন।

২০১৩ সালে ছিংতাও কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন সি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি সিদ্ধান্ত নেন, স্নাতক হওয়ার পর জন্মস্থানে ফিরে যাবেন এবং চাষাবাদে নিজেকে নিয়োজিত করবেন। স্নাতক হওয়ার পর তিনি ওসমানথাস গাছ আর কর্পূর গাছসহ বিভিন্ন ঐতিহ্যিক গাছ লাগান এবং বাজারে কৃষকদের কাছে কৃষিপণ্য বিক্রি করা শুরু করেন। তবে, এভাবে তিনি বেশি অর্থ উপার্জন করতে পারেননি।

পরে তিনি সাকুরা গাছ লাগানো শুরু করেন। শুরুর দিকে অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে সাকুরা গাছ লাগান। তবে, সাকুরা গাছ বড় করা সহজ ব্যাপার নয়। শুধু মাটিতে গাছের চারা লাগানো আর সময়মতো পানি দিলেই হয় না। অনেক ছোট গাছ লাগানোর পর মরে যায়। পরে, তিনি ৪ বছর ধরে, আরও বিস্তারিত গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিল সাকুরা গাছ লাগানোর পদ্ধতি ও উপযোগী জায়গা খুঁজে পাওয়া।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn