বাংলা

নৈতিক ক্লাস: চীনা শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়ন ও মূল্যবোধ গঠনে সহায়ক

CMGPublished: 2024-03-25 16:02:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উচৌ শহরের সিনশিং প্রাথমিক স্কুলের সিপিসি’র সম্পাদক সিয়াও সিন সিন বলেন, নৈতিক ক্লাসের পাঠদান আনন্দদায়ক করার জন্য স্থানীয় ইউয়ে অপেরার উত্তরাধিকারী ব্যক্তিকে স্কুলের অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। শিল্পকলা যুক্ত করার পর ছাত্রছাত্রীরা ইউয়ে অপেরার চর্চায় অংশ নিতে পারে। বিভিন্ন ধরনের অপেরায় অভিনেতার মাধ্যমে ছাত্রছাত্রীরা অপেরার মধ্যে প্রকাশিত দার্শনিক চেতনা ও মূল্যবোধ আরো ভালো করে বুঝতে সক্ষম এবং ইউয়ে অপেরাসহ বিভিন্ন ঐতিহ্যিক চীনা সভ্যতার প্রতি তাদের গবেষণার আগ্রহ তৈরি হয়, এটিও শিক্ষার্থীদের শিল্পকলার গুণগতমান উন্নয়নে সহায়ক।

সন্তানের সাথে বাবা-মায়ের হোমওয়ার্ক করা উভয়ের জন্য ক্ষতিকর

বর্তমানে সন্তানদের সাথে হোমওয়ার্ক করা অনেক চীনা বাবা মায়ের চাকরির বাইরের অতিরিক্ত কাজে পরিণত হয়েছে। যখন ছেলেমেয়ের সাথে বাব-মা হোমওয়ার্ক করেন, তখন তাদের মানসিক চাপ বেড়ে যায় এবং উচ্চরক্তচাপ দেখা দেয়। যখন হমওয়ার্ক থাকে না, তখন পরিবারে বাবা-মা ও সন্তানের সম্পর্ক বেশ ভালো থাকে, আর যখন হোমওয়ার্ক থাকে তখন দুঃখ, রাগ আর কান্নাকাটিতে সারা।

চীনের সামাজিক গণমাধ্যমে বাবা-মা সন্তানের সাথে হোমওয়ার্ক করার ভিডিও প্রচুর দেখা যায় এবং এমন ভিডিও অনেক সাড়া ফেলে। কারণ এটি অনেক পরিবারের দৈনন্দিন জীবনযাপনের অংশ। তবে এ সম্পর্কে শিক্ষা বিশেষজ্ঞরা বিপরীত কথা বলেছেন। বেইজিং ৪ নম্বর স্কুলের প্রেসিডেন্ট মা চিং লিন বলেন, বাবা-মায়ের সন্তানের সাথে হোওমওয়ার্ক করা ঠিক নয়, শুধু তাদের হোমওয়ার্কের লেখা সুন্দর কিনা চেক করা যথেষ্ট। তবে হোমওয়ার্কের সঠিক উত্তর বাবা-মা’র লিখে দেওয়া ঠিক নয়। স্বাধীন চিন্তাভাবনা গড়ে তোলা, লেখাপড়ার দক্ষতা উন্নীত করা এবং সার্বিকভাবে জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীদের নিজের হোমওয়ার্ক নিজেকে করতে হবে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn