নৈতিক ক্লাস: চীনা শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়ন ও মূল্যবোধ গঠনে সহায়ক
সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের নৈতিকতার চর্চায় বিশেষ ক্লাস চালু হয়েছে। এমন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিকতার গুণগতমান উন্নীত করা এবং তাদের সঠিক মূল্যবোধ গঠনে চেষ্টা করেন শিক্ষকরা। দেশ প্রেমমূলক গান বা চলচ্চিত্র পরিবেশনা এবং চীনা বীরদের শ্রেষ্ঠ গল্প তুলে ধরাসহ বিভিন্ন পদ্ধতিতে শিক্ষকরা মতাদর্শগত এবং নৈতিক ক্লাসে পাঠদান করেন।
আজকের অনুষ্ঠানে আমরা চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের উচৌ শহরের শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিক ক্লাসের বিষয়ে কিছু তুলে ধরবো। তাদের নতুন পদ্ধতির নৈতিক ক্লাস চালু করার পর তা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি।
কীভাবে ছাত্রছাত্রীদের জন্য আকর্ষণীয় ও কার্যকর নৈতিক ক্লাস করা যায়? এটি নৈতিক ক্লাসের শিক্ষকদের জন্য বেশি কঠিন ও চ্যালেঞ্জিং ব্যাপার। এ সম্পর্কে উচৌ শহরের শিক্ষা ব্যুরোর মহাপরিচালক থান ইং সিয়া বলেন, নৈতিক ক্লাসের বিষয় এবং সামাজিক অনুশীলনের সাথে যুক্ত করে এবং ইন্টারনেট ও এআই প্রযুক্তি প্রয়োগ করে স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য আকর্ষণীয় নৈতিক ক্লাস নিতে পারেন শিক্ষকরা। যেমন উচৌ শহরের ৮ নম্বর মাধ্যমিক স্কুলের নৈতিক ক্লাসে শিক্ষক শুরুর দিকে ছাত্রছাত্রীদের জন্য উচৌ শহরের ইতিহাসে বিপ্লবী গল্প আর তোরণ-শোভিত পথ-সংস্কৃতি ভিত্তি করে সংশ্লিষ্ট গবেষণা আর পড়াশোনার সময়সূচি তৈরি করেন। এভাবে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পড়াশোনা শুরুর আগে দলীয় আলোচনা, গ্রন্থাগারে বইয়ের তথ্য সংগ্রহ করাসহ বিভিন্ন কাজ করতে পারে, এমন কাজের মাধ্যমে নৈতিক ক্লাসে নিজের জন্য মজার ও আকর্ষণীয় বিষয় খুঁজতে সক্ষম এবং এর মাধ্যমে জন্মস্থানের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে আরো বেশি ধারণা পাওয়া সম্ভব।