শীতকালীন ছুটিতে চীনা শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর ক্লাস
বিদেশ ভ্রমণও চীনা বাচ্চাদের মধ্যে বেশ জনপ্রিয়। এসব দেশের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালিয়েশিয়া সবচেয়ে আকর্ষণীয়। কারণ, এ কয়েকটি দেশ চীন থেকে বেশি দূরে নয়, কয়েক ঘন্টায় বিমানে করে পৌঁছানো যায় এবং এসব দেশে প্রবাসী চীনার সংখ্যাও বেশি। চীনা ঐতিহ্যিক সভ্যতার প্রতি ব্যাপক স্বীকৃতি দেওয়া হয় এ সব দেশে। তা ছাড়া, জাপান, রাশিয়া, ইউরোপীয় দেশগুলোও চীনা বাচ্চাদের গন্তব্যস্থানে পরিণত হয়েছে।
সিঙ্গাপুর পিতামাতাকে নিয়ে বাচ্চাদের ঘুরে বেড়ানোর সবচেয়ে জনপ্রিয় গন্তব্যদেশ। পর্যটন এজেন্সি ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চাদের পরিবারের জন্য পর্যটন ও পড়াশোনার প্রকল্প ডিজাইন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা, প্রযুক্তিগত প্রোগ্রামিং, প্রকৌশল কাঠামো, শিল্পকলার চর্চাসহ বিভিন্ন বৈশিষ্ট্যময় ক্লাস যুক্ত করা হয়েছে ভ্রমণে। পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের ইতিহাস, সভ্যতা ও সুস্বাদু খাবারের স্বাদ পাওয়ার পাশাপাশি, এআই রোবটের ৩ডি প্রিন্টিং, ম্যানগ্রোভ বনের পরিবেশ সংরক্ষণসহ ধারাবাহিক ক্লাসে যোগ দিতে পারে। এমন ক্লাসের মাধ্যমে বাচ্চারা আনন্দময় ও আরামদায়ক পরিবেশে নিজেদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারে।
বেইজিংয়ের কেন্দ্রীয় এলাকার স্কুল ও উপকন্ঠ এলাকার স্কুলের সহযোগিতামূলক কার্যক্রম
সম্প্রতি বেইজিংয়ের বিভিন্ন এলাকার মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এর ফলে বিভিন্ন এলাকার স্কুলের মধ্যে শিক্ষা খাতে আদানপ্রদান বাড়ছে।
জানা গেছে, ২০২৩ সালে বেইজিংয়ের শিক্ষা কমিটির উদ্যোগে শহর ও উপকন্ঠ এলাকার বিভিন্ন মাধ্যমিক স্কুলের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপনের প্রকল্প চালু করা হয়। মোট ৩৬৪ জোড়া মাধ্যমিক স্কুল এ সম্পর্ক স্থাপন করেছে। এভাবে বেইজিংয়ের বিভিন্ন এলাকার মাধ্যমিক স্কুলের শিক্ষার মানের উন্নয়ন হয়েছে।