বাংলা

শীতকালীন ছুটিতে চীনা শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর ক্লাস

CMGPublished: 2024-02-19 16:30:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এখন চীনের বসন্ত উত্সব চলছে। এর সাথে সাথে জানুয়ারি মাসের শেষ দিক থেকে চীনের বিভিন্ন এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের শীতকালীন ছুটিও শুরু হয়েছে। ছুটির দিনে অধিকাংশ পিতামাতাকেই অফিসের কাজ করতে হয়। এদিকে, মজার ও তাত্পর্যপূর্ণ শীতকালীন ছুটি কাটানো চীনা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের অনুষ্ঠানে আমরা চীনের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের ঘুরে বেড়ানোর ক্লাস ও পড়াশোনার শীতকালীন ক্যাম্প নিয়ে কথা বলবো।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবছরের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিতে শিশু-কিশোর শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর ক্লাস বা শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্যাম্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন জাদুঘর ও দর্শনীয় স্থান দেখতে এবং স্বেচ্ছাসেবকের কাজ চর্চা করতে পারে এবং এর মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারে। ক্লাসরুমে পড়াশোনার চেয়ে এটি শিক্ষার্থীদের কাছে বেশি প্রিয়।

চলতি বছরের শীতকালীন ছুটিকে কোভিড মহামারীর পর প্রথম শীতকালীন ছুটি বলা যায়। চীনের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-ভ্রমণ বেশ জনপ্রিয়। এসময় দক্ষিণ চীনের বাচ্চারা উত্তর চীনে আসে এবং উত্তর চীনের বাচ্চারা দক্ষিণ চীনে যায়।

চীনের পর্যটন ওয়েবসাইটের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, শীতকালীন ছুটিতে বাচ্চাদের নিয়ে নিজের শহর থেকে অন্য এলাকায় ভ্রমণকারী পিতামাতার সংখ্যা ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। বেইজিং, নানচিং, কুয়াংচৌ আর শাংহাইসহ বিভিন্ন শহরের পিতামাতা ও বাচ্চারা ভ্রমণের প্রতি আরও বেশি আগ্রহ প্রকাশ করেছে।

বস্তুত, ২০২৩ সালের শীতকাল থেকে উত্তরপূর্ব চীনের বরফ ও তুষার পর্যটন চীনের বিভিন্ন এলাকার নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হারবিন, ছাংছুন, শেনইয়াং এবং মুতানচিয়াংসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন শহর চীনা বাবা-মা ও বাচ্চাদের প্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। ডিসেম্বর মাসে থেকে জানুয়ারি মাস পর্যন্ত, এমন শহরের পর্যটন দলের বুকিং সব শেষ হয়ে গেছে। বেইজিং, শাংহাই এবং কুয়াংচৌসহ বিভিন্ন শহর, যেখানে ডিসনিল্যান্ড বা পর্যটন রিসর্ট এলাকা রয়েছে, সেগুলোর দর্শনীয় স্থানের আশেপাশের হোটেলও বুকিং শেষ হয়েছে। তা ছাড়া, বেইজিং, নানচিং, সি’আন এবং হাইনান প্রদেশের বিভিন্ন দ্বীপশহরও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn