শীতকালীন ছুটিতে চীনা শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর ক্লাস
চীনের বিভিন্ন এলাকার পর্যটন ও সংস্কৃতি বিভাগ নিজ নিজ বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক প্রচার-প্রচারণা চালাচ্ছে। এভাবে শীতকালীন ছুটিতে চীনের পর্যটন বাজার আরও চাঙ্গা হয়ে উঠেছে। সবাই আনন্দে আমেজে পর্যটনের সুখ অনুভব করে থাকে। এ সময়, যারা বাচ্চাদের নিয়ে ভ্রমণ করেন, যদি তারা উত্তর চীনে থাকেন, তারা দক্ষিণ চীনে যেতে আগ্রহী, যদি কেউ কেউ শাংহাই, চিয়াংসু বা কুয়াংতুং প্রদেশে বসবাস করেন, তাহলে তারা উত্তরপূর্ব চীনে যেতে আগ্রহী।
চীনের কুয়াংসি, ইয়ুননান ও সিছুয়ানের ছাত্রছাত্রীরা ঠাণ্ডা আবহাওয়ার হারবিনে আসায় চীনের সোশ্যাল মিডিয়ায় বেশ কাভারেজ পাচ্ছে। সংশ্লিষ্ট পর্যটন পরিষেবা কোম্পানি তাদের জন্য বিশেষ পর্যটন সেবা প্যাকেজ অফার করেছে; যেমন, নোটবুক নিয়ে বেইজিং ঘুরে বেড়ানো, রেইন ফরেস্টের গবেষণা ভ্রমণ, ছাংপাইশান পাহাড়ের গবেষণা যাত্রা, ইত্যাদি।
এ প্রবণতার সাথে বিভিন্ন ধরনের নোটবুক ভ্রমণ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চীনাদের একটি প্রবাদ রয়েছে, সেটি হল: ‘কেবল হাজার বই পড়া আর হাজার মাইল পথ করার পর জ্ঞানী মানুষ হওয়া সম্ভব।’ বাচ্চারা ভ্রমণের সময় নিজেদের নোটবুকে অনেক তথ্য-উপাত্ত লিখে রাখে। দর্শনীয় স্থান ও স্থানীয় রীতিনীতি সম্পর্কে তারা বিশেষ জ্ঞানও অর্জন করতে পারে। আনন্দের মাধ্যমে শেখা একেই বলে। এর মাধ্যমে তাঁরা ইতিহাস, চীনা সভ্যতা ও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পায়।
চীনের কয়েকটি পর্যটন এজেন্সি এ উপলক্ষ্যে ‘নোটবুকের সাথে ভিন্ন শহর ঘুরে বেড়ানো’ প্রকল্প চালু করেছে। তারা বিভিন্ন বয়সের বাচ্চাদের জ্ঞান মজবুত ও শেখার আগ্রহের ভিত্তিতে বিভিন্ন ধরনের শেখার বিষয় নির্ধারণ করেছে; যেমন, ‘নোটবুকের সাথে হুইচৌ ভ্রমণ’ প্রকল্পে চীনের আনহুই প্রদেশের হুয়াংশান পাহাড়, হং গ্রাম এবং স্থানীয় রীতিনীতির অনুশীলনের বিষয় যুক্ত করা হয়েছে। ছাত্রছাত্রীরা ক্লাসের বইয়ে পড়া হুয়াংশান পাহাড়ের পাইন গাছ নিজেদের চোখে দেখতে পায়, থিয়ানতু পাহাড়ে আরোহণ করতে পারে, এবং স্থানীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারী শিল্পীদের কাছ থেকে হুই ‘কালিদণ্ড’, ‘পাথরের পাত্র’, ‘ব্রাশ’ ও লন্ঠনসহ বিভিন্ন শিল্পকর্ম তৈরি করার পদ্ধতি শিখতে পারে। এভাবে তারা প্রাচীনকালে আনহুই প্রদেশের বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং বই থেকে অর্জিত জ্ঞানের সাথে বাস্তবের মিল খুঁজে পায়।