চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরামর্শকদের গল্প
শিক্ষক ওয়াং সিন ই খেয়াল করেন যে, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তাই তাদের মানসিক চাহিদাও ভিন্ন। একজন শিক্ষার্থীর ভিন্ন পর্যায়ের মানসিক চাহিদা ও বিভ্রান্তির বিষয়ও ভিন্ন। যেমন, অনার্স শিক্ষার্থীদের প্রথম বর্ষ বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়। তখন আশেপাশের নতুন বিষয় নিয়ে তাদের ব্যাপক কৌতুহল থাকে। দ্বিতীয় বর্ষে তাদের পরীক্ষা, প্রেম, সহপাঠীদের সাথে সম্পর্কসহ বিভিন্ন চাপের সম্মুখীন হতে হয়; তৃতীয় বর্ষে অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের জীবনের সাথে খাপ খাইয়ে নেয় এবং স্নাতক হওয়ার পর কর্মজীবনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিতে শুরু করে।
যদি পরামর্শকরা ভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদের মানসিক চাহিদা ও চেতনা সঠিক বুঝেন, তাহলে তাদের জন্য উপযোগী পরামর্শ দিতে পারেন। এমন বৈশিষ্ট্য ও অভিজ্ঞতা অর্জন করে শিক্ষক লিউ থিয়ে প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আরো উপযোগী শিক্ষার বিষয় যুক্ত করেছেন। যেমন, জাতীয় উন্নয়নের কৌশল, পেশাদার ভবিষ্যত বিশ্লেষণ, কর্মসংস্থানের সম্ভাবনা ইত্যাদি। এভাবে তার কর্মজীবন পরিকল্পনা ক্লাস বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ক্লাসে পরিণত হয়েছে। তিনি ২০২১ সালে চীনের সবচেয়ে শ্রেষ্ঠ পরামর্শকের পুরস্কার লাভ করেছেন। তিনি মনে করেন, যুবক-যুবতীদের বড় হওয়ার পথে সহায়তা দেওয়া সৌভাগ্যের ব্যাপার এবং পরামর্শকদের জন্য এটা ভারী দায়িত্ব। ছাত্রছাত্রীদের মনের কাছাকাছি যেতে হবে, আর তখনই তাদের উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করা সম্ভব।