বাংলা

চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিদর্শন-চাহিদা বনাম পড়াশোনার পরিবেশ

CMGPublished: 2024-01-22 16:30:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহও একটি আলোচ্য বিষয়। তাই, পরস্পরের শিক্ষার্থীদের পরিদর্শনের সুযোগ দেওয়া এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন পদ্ধতি হয়ে উঠেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তাব করেছেন যে, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের উচিত নয় পরিদর্শকদের জন্য বাধা সৃষ্টি করা। ক্যাম্পাসে শিক্ষক ও সহপাঠীর ছাড়া অন্যদের দেখতে শিক্ষার্থীদের ভালোই লাগে; ক্যাম্পাস এতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

২০২৩ সালের গ্রীষ্মকালীন ছুটি থেকে পিকিং বিশ্ববিদ্যালয় ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয় দর্শকদের জন্য খোলা হয়েছে। পরিদর্শনের ৭ দিন আগে উইচ্যাট আকাউন্ট থেকে দর্শকরা আসার সময় ও তারিখ বুকিং করতে পারেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত পরিদর্শনের বুকিং করা যায়। গ্রীষ্মকালীন ছুটির সময় প্রতি সপ্তাহের সোমবার ক্যাম্পাস পরিদর্শন বন্ধ থাকে। এদিন ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে। তা ছাড়া, যদি বিশ্ববিদ্যালয়ে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকে বা চরম আবহাওয়া থাকে, তাহলেও ক্যাম্পাস পরিদর্শন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য নির্দিষ্ট অ্যাপে আইডি কার্ডের তথ্য ইনপুট দিয়ে বুকিং করা যায়। প্রতিদিন সকাল ৮টায় বুকিং শুরু হয়। পরের ৭ দিনের মধ্যে পরিদর্শনের সময় বেছে নেওয়া যায়। প্রত্যেকের জন্য গ্রীষ্মকালীন ছুটিতে ক্যাম্পাস খোলার সময় বুকিংয়ের সুযোগ মাত্র একবার, আসার দিন বুকিং আর বাতিল করা যাবে না। এক আইডি কার্ডে আরও ৩ জনের জন্য বুকিং করা যায়। সেক্ষেত্রে সবাইকে একসাথে পশ্চিম দরজা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। যদি পরিদর্শনের গ্রুপ বা দল থাকে, তাহলে গ্রুপ বুকিং ব্যবস্থা অনুসারে পূর্ব দরজা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তবে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে আসার ব্যাপার ঠিক করা প্রয়োজন। পরিদর্শন শেষ করে পশ্চিম দরজা দিয়ে বের হয়ে যেতে হবে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn