বাংলা

চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিদর্শন-চাহিদা বনাম পড়াশোনার পরিবেশ

CMGPublished: 2024-01-22 16:30:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হুনান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী সু সংবাদদাতাকে বলেন, তাঁর বিশ্ববিদ্যালয় হুনান প্রদেশের সুবিখ্যাত ইউয়েলু পাহাড়ের দর্শনীয় এলাকার কাছে অবস্থিত। তাই প্রতিবছর পর্যটনের মৌসুমে বহু পর্যটক ও গাড়ি দেখা যায়। তবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ও গ্রন্থাগারে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত বিশেষ আইডি কার্ড দেখাতে হয়। তাই, তাদের পড়াশোনার ওপর পর্যটকদের প্রভাব সামান্যই। তার দৃষ্টিতে, বিশ্ববিদ্যালয় বাইরের মানুষের জন্য খোলা থাকলে কিছু ঝুঁকি থাকা স্বাভাবিক। তবে, গাড়ি ও পর্যটকদের নিবন্ধনব্যবস্থার মাধ্যমে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয় সাধারণ শহরবাসীদের জন্য পুনরায় খুলে দেওয়া প্রসঙ্গে চীনের কুয়াংতুং প্রদেশের শিক্ষা বিভাগের নিরাপত্তা কার্যালয়ের পরিচালক চিয়াং ছুন ইয়ু বলেন, বিশ্ববিদ্যালয় বাইরের মানুষের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া ছিল কেবল কোভিড মহামারীর সময়কালের বিশেষ ব্যবস্থা। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাইরের মানুষের জন্য পুরোপুরি বন্ধ রাখা ঠিক নয়। তবে, একেক বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে নিজেদের অবস্থা অনুসারে একেক ব্যবস্থা নিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় পূর্বশর্ত নির্ধারণ করে দর্শকদের জন্য খোলা হয়েছে। এ সম্পর্কে চীনের দক্ষিণ-পশ্চিম রাষ্ট্র বিজ্ঞান ও আইন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইয়াং শাং তুং বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার কাজ করা হয়। তাই এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ভালো পড়াশোনার পরিবেশ থাকা জরুরি। প্রতিদিন নির্দিষ্টসংখ্যক পরিদর্শককে ক্যাম্পাসে আসতে দেওয়া যেতে পারে। তবে, তাদের সংখ্যা, সময়, ইত্যাদি নিয়ন্ত্রণে যথাযথ নিয়মকানুন নির্ধারণ করা জরুরি। এভাবে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের চাহিদা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের মধ্যে একটা ভারসাম্যতা বজায় থাকবে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn