বাংলা

চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিদর্শন-চাহিদা বনাম পড়াশোনার পরিবেশ

CMGPublished: 2024-01-22 16:30:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২০ সালের পর, কোভিড মহামারীর কারণে, অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায়, ক্যাম্পাস বাইরের লোকজনের জন্য বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসা পর্যটক বা শহরবাসীদের পরিদর্শন-ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

যাই হোক, চলতি বছর বেইজিং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, বেইজিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়, চোংশান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় দর্শকদের জন্য আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ অবস্থা বিবেচনা করে বিভিন্ন ধরনের পরিদর্শনব্যবস্থা চালু করেছে। এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ঠিক রাখার ওপর। পরিদর্শকদের আনাগোনা যাতে পড়াশোনার পরিবেশ নষ্ট না করতে পারে।

কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পরিদর্শকরা তাদের আইডি কার্ডের তথ্য নিবন্ধন করে একটি কিউআর কোড নেন এবং ক্যাম্পাসে ঢুকতে পারেন। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পরিদর্শকরা শুধু দর্শকের আইডি কার্ড নিয়ে চেহারা স্ক্যান করে ক্যাম্পাসে ঢুকতে পারেন।

পরিদর্শকদের জন্য ক্যাম্পাস পরিদর্শনব্যবস্থা পুনরায় চালু করা একটি সুবিধাজনক ব্যাপার। এতে সাধারণ চীনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমেজ অনুভব করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এ ব্যাপারটি দেখেন? ছোংছিং মহানগরের দক্ষিণ-পশ্চিম বিশ্ববিদ্যালয়ের সংবাদ ও মিডিয়া একাডেমির শিক্ষার্থী চেং ইউয়ে মনে করেন, বাইরে থেকে আসা পরিদর্শকরা যদি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় আইডি কার্ড ব্যবহার করেন এবং ক্যাম্পাসে কম গতিতে গাড়ি চালান, তাহলে কোনো সমস্যা নেই। যথাযথ প্রশাসনিক ব্যবস্থা থাকলে পরিদশর্ক ও শিক্ষার্থীদের কোনো সমস্যা হবার কথা না।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn