চীনে চাকরি পাওয়ার ক্ষেত্রে শিক্ষাসনদের গুরুত্ব
ছেলে লিন ছি মনে করে, মাস্টার্স পরীক্ষার প্রস্তুতির প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন ব্যাপার ক্যাম্পাসে শিথিল পরিবেশ। কারণ তাদের ক্লাসরুম অনেক বড় এবং একটি ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যাও বেশি। তাই শিক্ষকরা শুধু ক্লাসের বিষয়ের ওপর মনোযোগ দেন, ক্লাসরুমে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাস শুনে কি না, তা জনে জনে জানার সুযোগ পান না। কিছু ছাত্রছাত্রী শুধু ক্লাসে মোবাইল ফোনে গেমস খেলে। তাই তাদের জন্য ভালো স্কোর করা কঠিন হয়ে যায়।
মাস্টার্সে পড়ার সময় ছেলে লিন ছি অন্য সহপাঠীদের চেয়ে বেশি পরিশ্রম করেছে। নলাইন ক্লাসের মাধ্যমে অতিরিক্ত জ্ঞান অর্জন চেষ্টা করেছে এবং ক্লাসের পর গ্রন্থাগারে সময় কাটিয়েছে। অধিক মনোযোগ দিয়ে পড়াশোনার সুবিধার্থে সে মাস্টার্স পরীক্ষার শিক্ষার্থীদের হোস্টেলে থাকে এবং নিজের জন্য বিস্তারিত পড়াশোনার সময়সূচি তৈরি করে। তার হিসাবে গত কয়েক বছরে মাস্টার্সে ভর্তি জন্য যোগ্যতা অনেকে বেড়েছে। তাই, তার জন্য মাস্টার্সে ভর্তিপরীক্ষা ‘কাওখাও’-য়ের মতো গুরুত্বপূর্ণ। যখন ক্লান্ত লাগে, তখন ওয়েবসাইট থেকে অন্যদের মাস্টার্স পরীক্ষার প্রস্তুতির ভিডিও আর অভিজ্ঞতা দেখে সে। এভাবে নিজেকে অনুপ্রেরণা দেয় এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে।
অন্যদের দৃষ্টিতে কেবল মাস্টার্স ডিগ্রী অর্জন করা সাফল্যের প্রতীক নয়। ডিগ্রী থাকলেও ভালো চাকরি খুঁজে পাওয়া সহজ নয়। শিক্ষার্থী চাং ওয়ে সিন মনে করে, চলমান পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে একটি চাকরি খুঁজে পাওয়া সবচেয়ে জরুরি। কারণ, সরকারি প্রতিষ্ঠানের চাকরি পাওয়ার যোগ্যতা, অন্যান্য কোম্পানি বা বিশ্বের ৫০০টি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের মতো নয়। সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি, অবসর সময়ে শিক্ষক-সনদপত্র, ম্যান্ডারিন ভাষার সনদপত্রসহ বিভিন্ন পেশাদার সনদপত্র অর্জন করা জরুরি। সেক্ষেত্রে ভালো চাকরি খুঁজে পাওয়া সহজতর হবে।