বাংলা

যে কারণে চীনা যুবকরা চাকরির পাশাপাশি রাতের স্কুলে পড়তে আগ্রহী

CMGPublished: 2023-12-11 17:20:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ সম্পর্কে সহকারী অধ্যাপক চাং মনে করেন, নাইট স্কুলের স্নাতকপত্র থাকে না, কেবল বিভিন্ন দক্ষতা বা শখ শেখার জন্য ক্লাসে যোগ দেয় শিক্ষার্থীরা। তাই তাদের জন্য লেখাপড়ার প্রক্রিয়া আরও মজার ও তাত্পর্যপূর্ণ। নাইট স্কুলের বিভিন্ন ক্লাসে কোনো উচ্চ কার্যকারিতা বা কেপিআই থাকে না, তাই শিক্ষার্থীদের ওপর মানসিক চাপও থাকে না। অনেক তরুণ-তরুণী এমন ক্লাসের মাধ্যমে মানসিক চাপ বরং কমান এবং নতুন উন্নয়নের সম্ভাবনা খুঁজে পান। সেটি উচ্চ চাপের চাকরির পাশাপাশি এক ধরনের আরামদায়ক পদ্ধতি।

তরুণ-তরুণীদের নাইট স্কুল কেবল আধুনিক যুগে তরুণ-তরুণীদের নতুন জ্ঞান অর্জনের প্রতি আগ্রহের প্রতীক নয়, বরং চীনের বিভিন্ন এলাকায় জনসাংস্কৃতিক পরিষেবা ব্যবস্থা উন্নয়ন আর শিল্পকলা শিক্ষার উন্নয়নের প্রতিফলন।

শাংহাই মহানগরের নাইট স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে অনেকে স্থানীয় সুপরিচিত সিনিয়র শিল্পী বা হস্তকর্মশিল্পী। ব্রিজ খেলা, চীনা অপেরা, দক্ষিণ চীন স্টাইলের ঐতিহ্যিক মিষ্টিসহ বিভিন্ন মজার ক্লাসে দক্ষ ও সুপরিচিত সিনিয়র শিক্ষক যোগ দেন এসব ক্লাসে। এভাবে যুব শিক্ষার্থীদের জন্য আরও ভালো শিক্ষার সুযোগ আছে। শিক্ষকরা ক্লাসের মাধ্যমে আরও জনপ্রিয়ও হয়ে উঠছেন।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের জনসাংস্কৃতিক পরিষেবার ব্যবস্থা দ্রুত উন্নত হয়েছে। চীন সরকার জনসাংস্কৃতিক পরিষেবা উন্নয়নের বিভিন্ন সরকারি দলিল ও পরামর্শ প্রকাশ করেছে। এসব পদক্ষেপের মাধ্যমে চীনাদের জীবনযাপনের আধ্যাত্মিক আকাঙ্ক্ষারও ব্যাপক উন্নতি ঘটেছে।

চীনের পিপলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একাডেমির অধ্যাপক লি লি কুও মনে করেন, নাইট স্কুলের জনপ্রিয়তার পিছনে বিভিন্ন শহরের সাংস্কৃতিক পরিষেবা ও সামাজিক কমিউনিটির শিক্ষার উদ্ভাবনের ভূমিকা আছে। বর্তমানে জ্ঞানের বিস্ফোরণের যুগে নতুন প্রযুক্তি, ধারণা ও নতুন শিল্প ক্রমশ বাড়ছে। তাই নাইট স্কুল তরুণ-তরুণীদের নতুন জ্ঞান অর্জন, জ্ঞানের কাঠামো উন্নতকরণ, এবং দৃষ্টি বিস্তারের ভালো প্ল্যাটফর্ম।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn