বাংলা

যে কারণে চীনা যুবকরা চাকরির পাশাপাশি রাতের স্কুলে পড়তে আগ্রহী

CMGPublished: 2023-12-11 17:20:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা সমাজে দ্রুত পরিবর্তন ঘটছে। এর সঙ্গে পাল্লা দিয়ে, বিশেষ করে তরুণ-তরুণীদের জীবনযাপনের ধরন পাল্টাচ্ছে। তাদের স্টাইলের সঙ্গে প্রবীণদের সনাতন স্টাইলের প্রার্থক্য দিন দিন বাড়ছে। তরুণদের কেউ কেউ আজকাল অফিসের চাকরিশেষে রাতে নৃত্য ও গান চর্চা করেন, কেউ কেউ ঐতিহ্যিক সাংস্কৃতিক শিল্পকর্মের ওয়ার্কশপে নিজের প্রিয় হাতের কাজ শেখেন, কেউ কেউ জিমে শরীরচর্চা করেন, আবার কেউ কেউ ভ্লগ শুটিং বা রান্নাবান্নাসহ বিভিন্ন মজার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তবে আরেকটি নতুন প্রবণতা এখন চীনা যুবকদের মধ্যে বেশ জনপ্রিয়, তা হল নাইট স্কুলে পড়াশোনা। অনেকে অফিসের কাজ শেষ করে নিজের প্রিয় বিষয়ে আবার নাইট স্কুলে পড়েন। তারা মনে করেন, এভাবে নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে মানসিক চাপও কমিয়ে আনা সম্ভব। প্রশ্ন হচ্ছে: কেন নাইট স্কুল, বিশেষ করে কর্মজীবী তরুণ-তরুণীদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে? আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ক কিছু তথ্য তুলে ধরবো।

চলতি বছর চীনের সার্চ ইঞ্জিনে ‘নাইট স্কুল’-সংশ্লিষ্ট শব্দের সার্চের সংখ্যা গত বছরের তুলনায় ৯৮০ শতাংশ বেড়েছে, সংশ্লিষ্ট পোস্টগুলোতে মন্তব্যের সংখ্যাও ২২৬ শতাংশ বেড়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এপিপিতে যুবকদের নাইট স্কুলসংশ্লিষ্ট টপিকও ইন্টারনেটে বেশ জনপ্রিয় আলোচ্য বিষয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনের শাংহাই মহানগরে নাইট স্কুলের শরত্কালীন সেমিস্টারে মোট সাড়ে ৬ লাখ লোক অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের জন্য নিবন্ধন করেন। এ শহরের ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮২টি নাইট ক্লাসের ৯১১৭ জন শিক্ষার্থীর কোটা ঘোষণার আধা ঘন্টার মধ্যে বুকিং হয়ে যায়। অনেক নেটিজেন মনে করেন, অনলাইনে নাইট স্কুলের নিবন্ধন বসন্ত উত্সবের সময় জন্মস্থানে ফিরে যাওয়ার টিকিট কেনার চেয়েও বেশি কঠিন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn